শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশ দল আজ দুপুরে দেশে ফিরেছে। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা জিতেই চলেছেন। দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে আজকের ফটো ফিচার—
বাংলাদেশের ক্লাব ফুটবলের নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু করেছে আবাহনী লিমিটেডবসুন্ধরা কিংস ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন শেখ মোরছালিন (ডানে)। আল আমিন ইসলাম আবাহনীতে নাম লিখিয়েছেন পুলিশ এফসি ছেড়েসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচে বল দখলের লড়াই। আজ কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডেকিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে দর্শক প্রবেশের অনুমতি নেই। ফুটবলপ্রেমীরা তাই জাল বেষ্টিত বেষ্টনীর ওপার থেকে এভাবেই মেয়েদের খেলা দেখেছেনভুটানের বিপক্ষে জোড়া গোল করার আনন্দ বাংলাদেশের তৃষ্ণা রানীরবাংলাদেশের তৃতীয় ও শেষ গোলটা করেছেন স্বপ্না রানী। তাঁর পারফরম্যান্স নিয়ে কোচ পিটার বাটলার কতটা খুশি, তা এই ছবিতেই স্পষ্টদক্ষিণ আফ্রিকা থেকেও এসেছে সুখবর। যুবাদের প্রথম ওয়ানডেতে আজ স্বাগতিকদের ১৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দললাগেজ নিয়ে এগিয়ে চলার সময় মোহাম্মদ সাইফউদ্দিনকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স তখন মুঠোফোনে কথা বলায় ব্যস্ততানজিদ হাসান, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাঈম ও তাওহিদ হৃদয়ও ছবি তোলার জন্য প্রস্তুত ছিলেনশ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের দিকে ক্যামেরা তাক করতেই ‘থাম্বস আপ’ দেখিয়ে দিলেন