সৌদি আরব থেকে বাহরাইনে গেছেন নেইমার। নাদাল ও আলকারাজ খেলতে গেছেন যুক্তরাষ্ট্রে। বাবরের কাটছে উপভোগ্য সময়। স্মৃতিচারণ রবিচন্দ্রন অশ্বিনের। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
বাবরের ব্যস্ততা এখন পিএসএলে পেশোয়ার জালমির হয়ে। তবে মাঠের বাইরের জীবনটাও বেশ উপভোগ করছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যানঅবকাশযাপনের ছবিটি পোস্ট করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি (মাঝে)। ছবিতে থাকা বাকিদের মধ্যে ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ জেপি ডুমিনি (সবার ডানে)প্যারিস ফ্যাশন উইকে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসছবিটি দিয়ে অতীতের স্মৃতিচারণই করলেন রবিচন্দ্রন অশ্বিন। যদিও কোথায় আর কবে তোলা, ধারণা দেননি
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নেভাডায় নেটফ্লিক্স স্ল্যামে মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ। স্পেনের দুই প্রজন্মের টেনিস তারকা লড়াইয়ে নামার আগে ক্যামেরায় ধরা দিলেন একসঙ্গেফর্মুলা ওয়ানের বাহরাইন গ্রাঁ প্রিঁ দেখতে গিয়েছিলেন নেইমার। সেখানে এখনকার চ্যাম্পিয়ন দল রেড বুলের গ্যারেজে পোজ দিলেন এভাবে
বিজ্ঞাপন
প্যারিস ফ্যাশন উইকে ক্রিস্টিয়ানো রোনালদোর নামাঙ্কিত পোশাকে হেঁটেছেন তাঁর সঙ্গীনী জর্জিনা রদ্রিগেজ, যিনি পেশায় একজন মডেলও