নিজের ফ্যাশন ব্র্যান্ডের ফটোশুটে ব্যস্ত মেম্ফিস ডিপাই। কোচ মিরোসাভ ব্লাজেভিচকে স্মরণ করছেন লুকা মদরিচ। আর ‘রহস্যজনক’ শহরে ঘুরছেন শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
সকালে নাশতার টেবিলে পত্রিকা হাতে আবু জায়েদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবার বিপিএলে খেলেছেন এই পেসার, প্লে-অফের আগেই অবশ্য বাদ পড়েছে তাঁর দল। বিপিএলে সর্বশেষ ম্যাচটিও খেলে ফেলেছে তারানিজের নামে ফ্যাশন ব্র্যান্ড আছে, এবার পুমার সঙ্গে যৌথভাবে নতুন পোশাক আনছেন মেম্ফিস ডিপাই। সেটিরই ফটোশুটের ছবি শেয়ার করেছেন নেদারল্যান্ডস ফরোয়ার্ড
বিজ্ঞাপন
ভ্রমণেও লাউতারো মার্তিনেজের সঙ্গে প্রিয় ‘মাতে’ পানীয়
বিজ্ঞাপন
ক্রোয়েশিয়ার কিংবদন্তি কোচ মিরোস্লাভ ব্লাজেভিচকে স্মরণ করেছেন লুকা মদরিচ। ১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়াট-রূপকথার নেপথ্য-নায়ক ছিলেন তিনি। ক্যাপশনে মদরিচ লিখেছেন, ‘বিদায় ক্রোয়েশিয়ান ফুটবলের মহামানব। শান্তিতে ঘুমান।’ এক ম্যাচের জন্য ফিরেছিলেন। বিপিএল প্লে-অফের আগেই আবার বাংলাদেশ ছেড়েছেন দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। এবার করাচি কিংসের হয়ে পিএসএলে খেলবেন তাঁরা। ছবিটি শেয়ার করেছেন আমির এই পোশাকটা বেশিই ভালো লেগেছে সেরেনা উইলিয়ামসের! সাকলায়েন মুশতাকের মেয়ের সঙ্গে কদিন আগেই বিয়ে হয়ে গেছে। এবার শাদাব খানের ‘বরাত’। এ সময়ে নিজের ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান অলরাউন্ডার
বিপিএলে প্রথমবারের মতো খেলতে এসেছিলেন নেদারল্যান্ডস ব্যাটসম্যান ম্যাক্স ও’ডাউড। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স প্লে-অফের আগেই বিদায় নেওয়াতে আগেভাগেই শেষ তাঁদের টুর্নামেন্ট। কয়েকটা ছবি পোস্ট করে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন ও’ডাউড
‘এ শহরের নামটা বলতে পারবেন?’ শচীন টেন্ডুলকার ক্যাপশনে এমনই লিখেছেন। ভারত কিংবদন্তি কোথায় গিয়েছিলেন, আপনি বলতে পারবেন সেটি?