তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটোফিচার—
ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে রাজার বাড়িতে না গেলে কি চলে! ওয়েস্ট ইন্ডিজে কাইরন পোলার্ডের বাড়িতে তাঁর স্ত্রীর সঙ্গে তোলা ছবিটি দিয়ে এমনটাই লিখেছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। অতিথি আপ্যায়ন করানোর জন্য ধন্যবাদ দিতেও ভুল করেননি তিনি!পরিবারের সঙ্গে বিমানভ্রমণ করার আনন্দই আলাদা। সেই আনন্দের আঁচ লেগেছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার গায়েও
বিজ্ঞাপন
ইউনাইটেডে থাকছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, প্রাক্–মৌসুম প্রস্তুতিতে দলের শেষ ম্যাচটিতে খেলেছেনও ক্রিস্টিয়ানো রোনালদো। এবার লিগ লড়াইয়ে নামার জন্য নিজেকে প্রস্তুত করছেন ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গারনাসিওনালের জার্সিতে মাঠেও নেমে পড়েছেন লুইস সুয়ারেজ। নিজের প্রথম ক্লাবের হয়ে আবার খেলতে নামতে পেরে খুশি উরুগুয়ের স্ট্রাইকার। তবে ম্যাচটি হেরেছেন বলে মনটা খুব একটা ভালো নেই তাঁর
বিজ্ঞাপন
প্যারিসে গেলে তাঁর মনটা এমনিতেই আনন্দে ভরে ওঠে। আজ তো উপলক্ষটা ছিল আরও ভালো লাগার। ২১ বছর আগে এই দিনেই যে পিএসজির হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন রোনালদিনিওদেখানোর জন্য নয়, রোমাঞ্চের জন্য তৈরি—সমুদ্রে যাওয়ার ছবিটি দিয়ে এটাই লিখেছেন শুবমান গিলসুস্বাদু আর জিবে জল আনা খাবার! এ ছবির বর্ণনা এভাবেই দিয়েছেন ওয়াসিম আকরাম। কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটারকে ভোজনরসিক মনে করতেই পারেন তাঁর ভক্তরা!পরিবারের সঙ্গে জিনেদিন জিদান। খুব আনন্দেই সময় কাটছে রিয়াল মাদ্রিদের সাবেক প্লেমেকার ও কোচেরফাস্ট বোলার হিসেবে গতি তাঁর পছন্দেরই হওয়ার কথা। মাঠের বাইরের আচরণেও যেন সেটি বুঝিয়ে দিতে চান ভারতের ফাস্ট বোলার মোহাম্মদ শামি!ব্যাট হাতে ছন্দে নেই অনেক দিন হলো। তাই বলে কি বাড়িতে মন খারাপ করে বসে থাকবেন বিরাট কোহলি! মাঠের দুঃসময়টা ভুলিয়ে রাখতে স্ত্রী আনুশকা শর্মাই হয়তো কোহলিকে আনন্দে রাখতে নানা কিছু করছেন