Thank you for trying Sticky AMP!!

লিটনের অপেক্ষা আর পল পগবার মাঠে ফেরার আনন্দ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৪ অক্টোবর। লিটন দাসের যেন মাঠে নামতে আর তর সইছে না! আর পল পগবার আনন্দ চোট কাটিয়ে আবার মাঠের সবুজে ফিরতে পারার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
আপাতত বাংলাদেশ ফুটবল দলের সামনে কোনো ম্যাচ নেই। ঘরোয়া ফুটবলেও বিরতি চলছে। সব মিলিয়ে জামাল ভূঁইয়ার হাতে অনেক সময়। সেটা কাজে লাগাতে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক
আকাশে মেঘ আর রোদের লুকোচুরি, নিচে শান্ত জলের ধারা। মেলবোর্নে অনুশীলনের ফাঁকে ভারত অধিনায়ক রোহিত শর্মার সময় কাটছে প্রকৃতি দেখে
কাকে পাখির চোখ করছেন মোহাম্মদ শামি! ভারতের পেসার অবশ্য ছবির ক্যাপশনে কিছুই লেখেননি। তবে তিনি যে এখন পাকিস্তানের ব্যাটসম্যানদের দিকেই বল তাক করবেন, তা কে না জানে! ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই যে শুরু হবে ভারতের বিশ্বকাপ-অভিযান
‘বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে’—রিয়াল মাদ্রিদের সতীর্থ করিম বেনজেমার সঙ্গে ছবিটি দিয়ে এটাই লিখেছেন লুকা মদরিচ। দুদিন আগে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জেতা বেনজেমাকে অভিনন্দন জানাতে মদরিচ এর চেয়ে ভালো আর কী বলতে পারতেন! এর আগে ২০১৮ সালে পুরস্কারটি জিতেছেন মদরিচও
হৃদ্‌রোগের কারণে ফুটবলকে অকালেই বিদায় জানাতে হয়েছে। সের্হিও আগুয়েরোর হাতে এখন অফুরন্ত সময়। সেই সময় কাটাতে আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার প্রায়ই চলে যান গলফ কোর্সে
চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। সেরে উঠে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন জুভেন্টাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। আবার মাঠের সবুজে ফিরতে পেরে মনটা তাঁর আনন্দে ভরে গেছে বলেই লিখেছেন এ ছবির বর্ণনায়
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ২৪ অক্টোবর। লিটন দাসের যেন মাঠে নামতে আর তর সইছে না! এ ছবিটি দিয়ে লিখেছেন, ‌‘সবকিছু এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ