ফটো ফিচার

খুলনায় আফিফ-মিরাজ আর প্যারিসে বেকহাম–রোনালদোর পুনর্মিলনী

খুলনার ক্রিকেটারদের পুনর্মিলনী, আছেন আফিফ–মিরাজরা। প্যারিসে এনবিএ ফাইনাল দেখছেন এমবাপ্পে, ডেভিড বেকহাম ও রোনালদোরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া খেলার তারকাদের নির্বাচিত ছবি—
কী মাছ ধরেছেন ডেল স্টেইন
ছবিটি পুরোনো। এবি ডি ভিলিয়ার্স এভাবেই পরিবারের সঙ্গে বড়দিন উপভোগ করেছেন
অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন অবসর সময় উপভোগ করছেন ঘাম ঝরিয়ে!
প্যারিসে এনবিএ ম্যাচে সময়টা দারুণ কেটেছে কিলিয়ান এমবাপ্পে,তাঁর ভাই ইথান এমবাপ্পে ও পিএসজির রাইট ব্যাক নোর্দি মুকিলের
এমনিতে তো বোলারদের নিজের শিকার বানান। এবার অবসর সময়ে আন্দ্রে রাসেল শিকার করছেন মাছ
দুজন ফুটবলার ও একজন এনবিএ তারকা। রোনালদো, ডেভিড বেকহাম ও টনি পার্কার দেখছেন প্যারিসে এনবিএ ম্যাচ
আফিফ হোসেন, নুরুল হাসান বা মেহেদী হাসান মিরাজ—দলে তাঁদের প্রত্যেকের ভূমিকা ভিন্ন। তবে একটা জায়গায় তাঁদের মিল আছে। তাঁরা সবাই উঠে এসেছেন খুলনা থেকে। তালিকায় এর সঙ্গে মেহেদী হাসানসহ অনেকের নামই যোগ করতে হবে। খুলনায় হচ্ছে তাঁদের পুনর্মিলনী অনুষ্ঠান। সেখানে সময়টা যে তাঁদের ভালো কাটছে, সেটা ইনস্টাগ্রামে আফিফের এই ছবিটা দেখলেই বোঝা যায়