১ মিনিট নীরবতা, দর্শকদের উন্মাদনা, সিরিজ জয়ের উচ্ছ্বাস
খেলা ডেস্ক
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল ৮ রানের জয়ে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়েই এই ফটো ফিচার—
রাজধানীর উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে কাল ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়গতকাল ছিল রাষ্ট্রীয় শোক। তাই কালো বাহুবন্ধনী পরে খেলতে নেমেছিলেন মোস্তাফিজুর রহমানসহ বাংলাদেশ দলের সবাইদ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের মুহূর্ত। কাল টসে জিতে লিটন দাসের বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক আগা সালমানশিশুসন্তানকে নিয়ে খেলা দেখতে গিয়েছিলেন এই ক্রিকেটপ্রেমী একাদশে ফেরা মোহাম্মদ নাঈম সুযোগটা কাজে লাগাতে পারেননি। স্কুপ করতে গিয়ে আউট হন বাংলাদেশের এই ওপেনারব্যাট হাতে টানা দুই ম্যাচে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আউট হওয়ার পর তাঁর হতাশারানআউট হয়ে ফিরতে হয় তাওহিদ হৃদয়কে৫৫ রানের লড়াকু ইনিংস খেলার পথে পাঁচটি ছক্কা মারেন জাকের আলীটি-টোয়েন্টিতে আজ ক্যারিয়ার–সেরা বোলিং করেছেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলামপাকিস্তানের দুই নেওয়াজকে (হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ) টানা দুই বলে আউট করেন তানজিম হাসানফাহিম আশরাফের দেওয়া ক্যাচ ফেলেন তানজিম হাসানফাহিম আশরাফের ৫১ রানের ইনিংস বৃথা গেছেরিশাদ হোসেনের শেষ বলে বোল্ড হন ফাহিম আশরাফসিরিজ জয়ের আনন্দ বাংলাদেশ দলেরম্যাচসেরার পুরস্কার হাতে জাকের আলীম্যাচ শেষে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনের সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কুশল বিনিময়মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উচ্ছ্বাস