Thank you for trying Sticky AMP!!

অবশেষে করোনামুক্ত মাশরাফি

মাশরাফি এখন করোনামুক্ত। প্রথম আলো ফাইল ছবি

তিন দিন আগে বলেছিলেন, করোনামুক্ত হওয়ার খবর তিনি নিজেই জানাবেন। মাশরাফি বিন মুর্তজা স্বস্তির খবরটা আজ রাতে জানিয়েছেন। অবশেষে করোনা থেকে মুক্ত ওয়ানডেতে বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক।

মাশরাফি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন সপ্তাহ তিনেক আগে। মাঝে একবার পরীক্ষা করিয়েছিলেন, যেটিতে আবারও ‘পজিটিভ’ আসে। তবে এবার তিনি পুরোপুরি করোনামুক্ত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ‘আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনাভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজ রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যাঁরা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

নিজে করোনামুক্ত হলেও তাঁর স্ত্রী সুমনা হকের আরেকটু সময় লাগবে বলে জানিয়েছেন মাশরাফি, ‘শনাক্ত হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনো পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।’

বাসায় থেকেই যে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া সম্ভব, সেটিই আবার বললেন মাশরাফি, ‘বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যাঁরা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’