Thank you for trying Sticky AMP!!

অশ্বিনের সঙ্গে এমন আচরণ কোহলির!

অশ্বিনের ক্যাচ ধরে এমন প্রতিক্রিয়া দেখান কোহলি। ছবি: টুইটার
>আইপিএলে কাল আরসিবি-পাঞ্জাব ম্যাচে অশ্বিনকে আউট করার প্রতিক্রিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন বিরাট কোহলি


খেলার মাঠে বিরাট কোহলি বরাবরই আক্রমণাত্মক। প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিতে ভালোবাসেন। কাল আইপিএলেও দেখা গেল এমন এক দৃশ্য। তবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শেষ ওভারের দ্বিতীয় বলে কোহলির আচরণ কিন্তু প্রশ্নেরও জন্ম দিয়েছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ২৭ রান দরকার ছিল পাঞ্জাবের। উমেশ যাদবের করা শেষ ওভারের প্রথম বলেই ছক্কা মারেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন। পরের বলেও একই ফল পেতে তুলে মেরেছিলেন স্ট্রেট অঞ্চলে। কোহলি সীমানার এপাশ থেকে সহজেই অশ্বিনের ক্যাচ লু ফে নেন। ব্যাপারটা এ পর্যন্ত থাকলে আলোচনার জন্ম হতো না। কিন্তু কোহলি ক্যাচটা ধরেই সামনে হাত বাড়িয়ে এমন ভঙ্গি করলেন, যা দেখে মনে হয়েছে, অশ্বিনের প্রতি ইঙ্গিত করছেন, ‘এটা একটা শট খেললে?’

বেচারা অশ্বিন এর জবাবে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেখাননি। তবে মাঠের বাইরে পা রেখেই সবার আগে হাতের গ্লাভস দুটো ছুড়ে মেরেছেন দলের ডাগ আউটের সামনে। শেষ পর্যন্ত তাঁর দলও হেরে যায় ১৭ রানে। ম্যাচ শেষে কোহলির অমন আচরণ নিয়ে অশ্বিনকে প্রশ্ন করেছিলেন সংবাদকর্মীরা। পাঞ্জাব অধিনায়ক অবশ্য এতে কোনো দোষ দেখছেন না। বরং ক্রিকেট নিয়ে তাঁর মতো কোহলিও যে আবেগপ্রবণ, সে কথাটা আবারও মনে করিয়ে দিলেন, ‘আমি যেমন আবেগ নিয়ে খেলি, সে-ও ঠিক তা–ই।’

তবে ক্রিকেটপ্রেমীদের অনেকেই কোহলির এই ‘সেন্ড অফ’ ভালো চোখে দেখেনি। টুইটারে একজনের মন্তব্য, ‘অশ্বিনকে আউট করে কোহলির প্রতিক্রিয়া ভালো লাগেনি। মাঠে কেমন আচরণ করতে হয়, সেটি তাঁর শেখা দরকার। এত বেশি আক্রমণাত্মক মনোভাব ভারতীয় দলের জন্য ভালো হবে না।’