Thank you for trying Sticky AMP!!

ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি পেয়েছেন দীপক হুদা

অ্যাডায়ারকে মিয়াঁদাদ হতে দিলেন না উমরান মালিক

বড় বাঁচা বেচেছে ভারত। অল্পের জন্য খলনায়ক হতে হয়নি উমরান মালিককেও। মঙ্গলবার ডাবলিনে অঘটন প্রায় ঘটিয়েই ফেলেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আইরিশরা শেষ বল পর্যন্ত লড়ে হেরেছে ৪ রানে। তাতে দুই ম্যাচের সিরিজটা ২-০ ব্যবধানে জিতল ভারত।

ভারতের জার্সিতে দীপক হুদার প্রথম সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২২৫ রান করে ভারত। ৫৭ বলে ৯ চার ও ৬ ছক্কায় ১০৪ রান করেছেন হুদা। ১৭৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী সঞ্জু স্যামসন করেছেন ৪২ বলে ৭৭ রান।

রান তাড়ায় শেষ ওভারে ম্যাচ জিততে আইরিশদের দরকার ছিল ১৭ রান। ভারত অধিনায়ক পান্ডিয়া বলে তুলে দেন প্রথম ৩ ওভারে ৩১ রান দেওয়া ফাস্ট বোলার উমরান মালিকের হাতে।

চার ওভারে ৪২ রান দিয়েছেন উমরান মালিক

প্রথম বলটায় কোনো রান না দিলেও মালিক দ্বিতীয় বলে করে বসেন ওভারস্টেপিং। নো বল। ফ্রি হিটে চার মারার পর মার্ক অ্যাডায়ার চার মারেন পরের বলটাতেও। জয়ের ঘ্রাণ পাওয়া আয়ারল্যান্ডের শেষ ৩ বলে দরকার ৮ রান। উমরান মালিক নিজেকে ফিরে পেলেন এরপর। পরের দুই বলে ২ রান দিলেন তিনি। ১ বলে ৬ রান। অ্যাডায়ারকে জাভেদ মিয়াঁদাদ হতে দিলেন না মালিক। ছক্কা মারতে গিয়েও অ্যাডায়ার পেলেন মাত্র ১ রান। ভারত জিতল ৪ রানে।

অ্যাডায়ার অপরাজিত ছিলেন ১২ বলে ২৩ রান করে। অন্য পাশের অপরাজিত ব্যাটসম্যান জর্জ ডকরেল ১৬ বলে করেছেন ৩৪ রান। আইরিশ ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেছেন অধিনায়ক অ্যান্ডি বলবার্নি। ৩৭ বলের ইনিংসে ৭টি ছক্কা মেরেছেন তিনি। ৩৪ বলে ৭২ রানের উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী পল স্টার্লিং ১৮ বলে করেন ৪০ রান।