Thank you for trying Sticky AMP!!

আইপিএলের ধারাভাষ্যকক্ষে এবার হাবিবুল

>আইপিএলের শুরুতে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল আতহার আলী খানকে। এবার তাঁর জায়গায় দেখা যাবে হাবিবুলকে
আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে হাবিবুলকে। ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর দিকে বাংলায় ধারাভাষ্য দিয়েছেন আতহার আলী খান। সপ্তাহখানেকের পর্ব শেষে আতহার ফিরে এসেছেন দেশে। এবার বাংলাদেশ থেকে আইপিএলে ধারাভাষ্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

আইপিএলে ধারাভাষ্য দিতে আজ দুপুরে ভারতে রওনা দিয়েছেন হাবিবুল। মাশরাফি বিন মুর্তজার আগে তাঁকেই বলা হয় বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। এখন কাজ করছেন বিসিবির অন্যতম নির্বাচক হিসেবে। দেশের পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে তাঁকে ক্ষুরধার ক্রিকেট বিশ্লেষণী দিতে দেখা যায় নিয়মিত। তবে একটা টুর্নামেন্টে নিয়মিত ধারাভাষ্য দিতে যাচ্ছেন তিনি এই প্রথম। হাবিবুল বললেন, ‘২০১৭ সালে ইমার্জিং কাপের ফাইনালে ধারাভাষ্য দিয়েছিলাম। তবে কোনো টুর্নামেন্টে ধারাবাহিক ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা হবে এবারই প্রথম। আশা করি দারুণ এক অভিজ্ঞতাই হবে।’

আতহারের মতো হাবিবুলকেও ধারাভাষ্য দিতে হবে বাংলায়। প্রচার হবে কলকাতার টিভি চ্যানেল ‘স্টার জলসা মুভিজে’। ধারাভাষ্য সম্প্রচার হবে মুম্বাইয়ের স্টুডিও থেকে। কিন্তু আতহারের সঙ্গে হাবিবুলের পার্থক্যটা হচ্ছে, একজন পেশাদার ধারাভাষ্যকর, অন্যজন নির্বাচক। বিসিবির একজন নির্বাচক হিসেবে ধারাভাষ্য দিতে কোনো বাধা নেই বলেই জানালেন হাবিবুল, ‘আমি তো সেখানে শুধুই ধারাভাষ্য দিতে যাচ্ছি, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’