Thank you for trying Sticky AMP!!

পিছিয়ে গেছে মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ।

আবার পেছাল মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ

করোনাভাইরাস মহামারিতে আবার এলোমেলো হয়ে যাচ্ছে বৈশ্বিক ক্রীড়া সূচি। গত বছর করোনাভাইরাস মহামারি প্রকট হওয়ায় পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। পরিবর্তন এসেছে টি–টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপের সূচিতেও। করোনার প্রভাব পড়েছিল মেয়েদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রথম আসরেও। এই টুর্নামেন্টটি এবার আরেক দফা পিছিয়ে গেছে।

মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল এ বছরের জানুয়ারিতে, বাংলাদেশে। কিন্তু করোনার কারণে টুর্নামেন্টটি সূচি পরিবর্তন করেছিল আইসিসি। এ বছরেরই শেষের দিকে সেটি হওয়ার কথা ছিল বাংলাদেশেই। তবে হঠাৎ করেই করোনাভাইরাস মহামারি আবার প্রকট আকার ধারণ করায় আরেক দফা পেছাতে হলো মেয়েদের অনূর্ধ্বর–১৯ বিশ্বকাপ। টুর্নামেন্ট হবে ২০২৩ সালের জানুয়ারিতে। তবে এটি বাংলাদেশেই হবে বলে জানিয়েছে আইসিসি।

পরিবর্তন আনা হয়েছে মেয়েদের ২০২২ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্বের সূচিতেও। করোনার মধ্যে দলগুলো ঠিকভাবে প্রস্তুতি নিতে পারছে না। এ বিষয়টি মাথায় রেখে মেয়েদের বিশ্বকাপের বাছাইপর্ব এ বছরের ডিসেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।