Thank you for trying Sticky AMP!!

ইংল্যান্ডে বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন যেভাবে

খেলার পাতায় প্রতিদিন ছাপা হচ্ছে কুইজ।

বিশ্বকাপ মানেই উন্মাদনা, বিশ্বকাপ মানেই রোমাঞ্চ—সে খেলাটা ক্রিকেট হোক কিংবা ফুটবল। ফুটবল আর ক্রিকেট বিশ্বকাপের পার্থক্য হচ্ছে, একটিতে বাংলাদেশের অংশগ্রহণ থাকে না। আরেকটিতে থাকে। ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের কাছে ভীষণ তাৎপর্যময় এ কারণেই। এখন মাশরাফিদের খেলা কি শুধু টিভিতেই দেখবেন না মাঠে বসে দেখারও ইচ্ছে আছে?

‘মাঠে বসে দেখার ইচ্ছে’ কথাটা শুনেই হয়তো অবাক হচ্ছেন। চাইলেই তো আর ইংল্যান্ডে গিয়ে খেলা দেখা যায় না। পর্যটন প্রতিষ্ঠান ‘ট্রিপসএনট্যুরস’ অবশ্য বলছে, যাবে, ইংল্যান্ডে বিশ্বকাপ দেখা যাবে। সেটি বাস্তবায়ন করতে হলে কয়েকটি কাজ করতে হবে। প্রথম আলোর খেলার পাতায় ট্রিপসএনট্যুরসের সৌজন্যে নিয়মিত ছাপা হচ্ছে কুইজ। ‘মাথা খেলাও ইংল্যান্ডে যাও’—শিরোনামে প্রতিদিন দুটি করে কুইজ ছাপা হচ্ছে। কুইজ অংশগ্রহণের নিয়মাবলি সেখানেই আছে। বিস্তারিত জানতে পারেন https://service.prothomalo.com/golondon এ ঠিকানাতেও। কুইজের পুরস্কার বিজয়ী পাবেন ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে যাওয়া এবং লর্ডসে বসে বাংলাদেশের খেলা দেখার সুযোগ।

কুইজে জিততে হলে ভাগ্যের ছোঁয়া লাগবে। প্রতিদিন ২টি করে ১৫ দিনে মোট ৩০টি প্রশ্ন ছাপা হবে, কমপক্ষে ২০টি সঠিক উত্তর প্রদানকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপে যাওয়ার সুযোগ পাবেন। কুইজে না হলেও ব্যক্তি উদ্যোগেও যেতে পারেন ইংল্যান্ডে। সে ক্ষেত্রে সহায়তা করবে ট্রিপসএনট্যুর। যেহেতু খেলাটা যুক্তরাজ্যে, ভিসাপ্রক্রিয়াও সহজ নয়, ইংল্যান্ড বিশ্বকাপ দেখতে হলে কিছু শর্ত মানতেই হবে। ট্রিপসএনট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাওলাদার বলছেন, ‘ভিসা পাওয়ার সম্ভাবনা যেন থাকে, আমরা কিছু শর্ত দিয়েছি। না হলে অসৎ উদ্দেশে যেতে ইচ্ছুক এমন অনেকে চলে আসে। এদের ভিসা হওয়ার সম্ভাবনাও কম থাকে। তবে যারা যুক্তরাজ্যে ভ্রমণের ব্যাপারে ভীষণ সচেতন, এমন অনেকের সাড়া পাচ্ছি। আশা করি সামনে সংখ্যাটা আরও বাড়বে।’

ট্রিপসএনট্যুরস হচ্ছে আইসিসি স্বীকৃত বাংলাদেশের একমাত্র অফিশিয়াল এজেন্ট, যারা দর্শকদের সহায়তা করছেন ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে যেতে। হাবিবুর বললেন, ‘পুরো উপমহাদেশে চারটা কোম্পানি আইসিসির লাইসেন্স পেয়েছে। ভারতে তিনটি। বাংলাদেশে শুধুই আমরা। ক্রীড়া পর্যটন নিয়েই আমাদের কাজ।’