Thank you for trying Sticky AMP!!

ইমরান, কোহলিদের নামে সড়ক করতেই সব বদলে গেল

মেলটন সিটির সড়কগুলো ক্রিকেটারদের নামে রাখা হয়েছে। ছবি: টুইটার

ধরুন, যে পথ দিয়ে আপনি বাসায় ফিরছেন, তার নাম মাশরাফি বিন মুর্তজা সড়ক। কিংবা সাকিব আল হাসান মোড়ের পাশেই আপনার বাসা। ক্রিকেটের ভক্ত হলে অন্য রকম এক ভালো লাগা কাজ করার কথা।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এমন কিছুই ঘটেছে। রকব্যাক অঞ্চলের মেলটন সিটি কাউন্সিলের কিছু সড়ক বেশির ভাগ পাকিস্তানি ক্রিকেটারদের নামে রাখা হয়েছে। ইমরান খান, ওয়াসিম আকরাম, জাভেদ মিঁয়াদাদ, শোয়েব আখতার, ইনজামাম উল হকদের নামে রাখা হয়েছে সড়কের নাম।

প্রপার্টি ডেভলপার ভরুন শর্মা সংবাদমাধ্যমকে জানান, ক্রিকেটারদের নামে সড়কের নামকরণ করার পর থেকে কাটতি বেড়েছে। প্রচুর লোক খোঁজ নিচ্ছেন নির্মাণধীন এই আবানিক অঞ্চলের। ‘ক্রিকেটারদের নামে নামকরণের পর খোঁজখবর নেওয়া দ্বিগুণ বেড়েছে। কোহলি মোড়ের পাশে কে থাকতে চাইবে না? এই ডিসেম্বরে কোহলি মেলবোর্নে এলে সে হয়তো এখানে আসতেও পারে।’

নামকরণে শুধু পাকিস্তানিরাই ঠাঁই পাননি; রিচার্ড হ্যাডলি, শচীন টেন্ডুলকার, গ্যারি সোবার্সরা, ওয়াহও ঠাঁই পেয়েছেন সড়কের নামকরণের তালিকায়। মেলটনের মেয়র বলেন, ‘মনে হচ্ছে আশপাশের সবাই ক্রিকেট ভালোবাসে। এই ইতিবাচক সাড়াটা দারুণ ব্যাপার।’