Thank you for trying Sticky AMP!!

ওয়ানডেতেও সাফল্য বাংলাদেশের যুবাদের

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও সাফল্য পেল বাংলাদেশের যুবারা। ফাইল ছবি

গত রোববার কক্সবাজারে একমাত্র টি-টোয়েন্টিতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের যুবারা কাল প্রথম যুব ওয়ানডেতেও তাদের হারালেন সহজেই। ইংলিশদের ২০৯ রানে বেঁধে রেখে লক্ষ্যটা ২৬ বল ও ৫ উইকেট হাতে নিয়েই পেরিয়ে গেছে স্বাগতিকেরা। একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় যুব ওয়ানডে আগামীকাল।

শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল রান তাড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চতুর্থ ওভারে ১৫ রানে হারায় প্রথম উইকেট। রানআউট হন তানজিদ হোসেন। আরেক ওপেনার প্রান্তিক নওরোজ ফেরেন দলকে ৯৭ রানে রেখে। এর আগে অবশ্য পারভেজ হোসেনকে নিয়ে ৮২ রানের জুটি গড়েছেন প্রান্তিক। ৫৬ বলে ৪৮ রান করার পথে ৬টি বাউন্ডারি মেরেছেন এই ওপেনার। প্রান্তিকের বিদায়ের পর মাহমুদুল হাসানকে নিয়ে আরেকটি ৮২ রানের জুটি পারভেজের। মাহমুদুল ফেরেন ৩৩ রান করে। ম্যাচসেরার পুরস্কার জেতা পারভেজ আউট ৪১তম ওভারের শেষ বলে দলকে ১৮৬ রানে রেখে। এই বাঁহাতির ১২১ বলে করা ৮০ রানের ইনিংসে চার ৫টি, ছক্কা ৩টি। শামীম হোসেন ও মৃত্যুঞ্জয় চৌধুরীকে নিয়ে বাকি ২৪ রান তুলে ফেলেন অধিনায়ক আকবর আলী।

ব্যাটিংয়ে পারভেজ আর বোলিংয়ে বাংলাদেশের যুবাদের সেরা তানজিম হাসান সাকিব। টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেওয়া মিডিয়াম পেসার কাল ৪৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এর দুটি আবার তানজিম পেয়েছেন ইংলিশ ইনিংসের তৃতীয় ওভারে।
কক্সবাজারে জর্ডান কক্সকে আউট করেই প্রথম উইকেট পান তানজিম। ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দেন উইল স্মিড। ২ রানে ২ উইকেট হারানো ইংলিশ যুবারা তৃতীয় উইকেট হারান নবম ওভারে ৪০ রানে। এই উইকেটও তানজিমের। ১০৭ রানেই ৬ উইকেট হারানো দলটির রান যে ২০০ ছাড়াল, তাতে বড় অবদান লুইস গোল্ডসওর্দির। ৯৯ বলে ইনিংস সর্বোচ্চ ৬১ রান তাঁর। ইংলিশরা হারায় ৭ উইকেট।