ডেভিড ওয়ার্নার এ আইপিএলে আর খেলবেন না?
ডেভিড ওয়ার্নার এ আইপিএলে আর খেলবেন না?

বলছেন পিটারসেন

ওয়ার্নার-হায়দরাবাদের এমন বিচ্ছেদ দুঃখজনক

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শেষ ম্যাচটা সম্ভবত খেলেই ফেলেছেন ডেভিড ওয়ার্নার। এরই মধ্যে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে হায়দরাবাদ। এখনো অবশ্য হাতে বেশ কিছু ম্যাচ বাকি আছে, কিন্তু সর্বশেষ দুই ম্যাচেই দলে জায়গা হয়নি ওয়ার্নারের। এমনকি কষ্ট করে হোটেল থেকে মাঠেও যাননি। এরই মধ্যে কোচ ট্রেভর বেলিস বলে দিয়েছেন, আগামী কয়েক ম্যাচে তরুণদের সুযোগ দিতে চান। ইঙ্গিতটা পরিষ্কার, ‘বুড়ো’দের তালিকায় থাকা ওয়ার্নারকে এই আইপিএলে আর দেখা না-ও যেতে পারে।

এই মৌসুমে খুব একটা ভালো খেলেননি ওয়ার্নার। রান পাচ্ছিলেন না, যে ম্যাচে রান পেয়েছেন, সেটাও টি-টোয়েন্টি গতিতে করতে পারেননি। অধিনায়কত্ব হারিয়েছেন, এরপর দল থেকে বাদ পড়েছেন। একসময় ওয়ার্নার ও হায়দরাবাদ ছিল সমার্থক। সেই গভীর প্রেমের পরিণতি দেখে মন খারাপ হচ্ছে কেভিন পিটারসেনের।

ডেভিড ওয়ার্নার

আইপিএলে হায়দরাবাদের যা কিছু অর্জন, সেটা ডেভিড ওয়ার্নারের সুবাদেই। দলটিকে বছরের পর বছর টেনেছেন। একের পর এক ম্যাচ জিতিয়েছেন দারুণ সব ইনিংসে। টানা পাঁচ মৌসুম ১৪০ স্ট্রাইক রেটে ৫০০-এর বেশি রান তোলার প্রায় অসম্ভব এক কীর্তি আছে তাঁর। ২০১৬ সালে দলকে আইপিএল জেতানোর পথে ৯০০-এর বেশি রান করেছেন। আইপিএল জেতানো অধিনায়কের এমন পরিণতি কেউ ভাবতে পারেননি।

আগামী আইপিএলে আবার বড় নিলাম হবে। অধিকাংশ দলই প্রায় নতুন করে গড়া হবে। ফলে আগামী মৌসুমে ওয়ার্নার যে হায়দরাবাদে থাকছেন না, এ ব্যাপারে প্রায় সবাই নিশ্চিত। পিটারসেন অবশ্য অত দূর ভাবছেন না। এই মৌসুমেই ওয়ার্নারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটা মানতে পারছেন না সাবেক ইংলিশ ব্যাটার, ‘ডেভিড ওয়ার্নার মানেই সানরাইজার্স হায়দরাবাদ, ওর সঙ্গে এই ফ্র্যাঞ্চাইজির এমন বিচ্ছেদ খুবই দুঃখজনক। দলটির হয়ে কত রান করেছে সে, অধিনায়ক হিসেবে শিরোপা এনে দিয়েছে, এবং তারা যা কিছু করেছে সবকিছুর কেন্দ্রে ছিল।’

ডেভিড ওয়ার্নারকে সরিয়ে কেইন উইলিয়ামসনকে অধিনায়ক করেছে হায়দরাবাদ

ওয়ার্নারের ফর্ম হারিয়ে ফেলা ও এভাবে দল থেকে বাদ পড়ার পেছনে অন্য কোনো কারণ আছে বলে ধারণা পিটারসেনের, ‘ওকে দেখে এখন একেবারে বিভ্রান্ত মনে হয়। নির্ঘাত পর্দার আড়ালে কিছু হচ্ছে, যা আমরা জানি না। দেখে মনে হচ্ছে, সানরাইজার্স ম্যানেজমেন্ট ও ওয়ার্নারের সম্পর্কের অবনতি হয়েছে। অন্তত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার আচরণ দেখে সেটাই মনে হচ্ছে।’

শুক্রবার ওয়ার্নার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘সামনে এসে কে কী বলল, সেটা গুরুত্বপূর্ণ নয়, আড়াল থেকে কে কী বলছে, সেটাই গুরুত্বপূর্ণ।’