কোহলি অন্যতম সেরা অধিনায়ক? হয়েই তো আছেন!

অধিনায়ক হিসেবেও সাফল্য পাচ্ছেন বিরাট কোহলি। ছবি: এএফপি
অধিনায়ক হিসেবেও সাফল্য পাচ্ছেন বিরাট কোহলি। ছবি: এএফপি
>বিরাট কোহলি ভারতের অন্যতম সেরা অধিনায়ক হবেন বলেই বিশ্বাস বীরেন্দর শেবাগের। কিন্তু টেস্টে জয়সংখ্যা বিচারে কোহলি এরই মধ্যে ভারতের অন্যতম সেরা অধিনায়ক।

মহেন্দ্র সিং ধোনি টেস্ট ছেড়ে দেওয়ার পর এ সংস্করণে ভারতের নেতৃত্বভার পেয়েছিলেন বিরাট কোহলি। তখন তাঁর বয়স মাত্র ২৬ বছর। এ বয়সে ভারতের মতো ক্রিকেটপাগল জাতির আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের নেতৃত্ব দেওয়ার চাপটা মোটেও হালকা কিছু নয়। একটু ভুল-চুক হলেই ‘গেল...গেল’ রব ওঠে ভারতীয় ক্রিকেটে। সেখানে নেতৃত্বভার নিশ্চিতভাবেই পাহাড়সম চাপ। কোহলি কিন্তু সেই চাপ দারুণভাবে সামলে ভারতের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার পথেই আছেন, এই প্রশংসাপত্র বীরেন্দর শেবাগের।

আগামী নভেম্বরে ত্রিশে পা রাখতে যাওয়া কোহলি কিন্তু আরও ৬-৭ বছর ভারতের নেতৃত্ব দেওয়ার সামর্থ্য রাখেন। ২০১৪ সালে টেস্ট অধিনায়কের দায়িত্ব পাওয়া কোহলি এ সময়ের মধ্যে ভারতের অন্যতম সেরা অধিনায়ক হবেন বলেই শেবাগের বিশ্বাস। যদিও পরিসংখ্যান বলছে, টেস্টে সাফল্য বিচারে কোহলি এখনই ভারতের অন্যতম সেরা অধিনায়ক। টেস্টে জয়সংখ্যায় কোহলির ওপরে শুধু ধোনি। শেবাগ অবশ্য সেই প্রশংসাপত্র কোহলিকে এখনই না দিয়ে তুলে রাখলেন আগামীর জন্য।

‘ইন্ডিয়া টিভি’র এক অনুষ্ঠানে কোহলির নেতৃত্বগুণ নিয়ে ভারতের সাবেক এই ওপেনার বলেন, ‘ভালো খেলা এবং দলকে জয় এনে দেওয়াই অধিনায়ক হিসেবে আমাদের (ক্রিকেটার) দায়িত্ব। অধিনায়ক কোহলির পারফরম্যান্স স্বাভাবিক মাত্রার চেয়েও ওপরে এবং এই দায়িত্ব নিয়ে ব্যাটিংয়েও সে উন্নতি করেছে। সামনের সময়ে সে ভারতের অন্যতম সেরা অধিনায়ক হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

ইংল্যান্ডে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে কাল থেকে। তার আগে কোহলিকে এমন প্রশংসায় ভাসিয়ে দেন শেবাগ। বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানটি কিন্তু এই প্রশংসার যোগ্য। ৩৮ টেস্টে ভারতের নেতৃত্ব দিয়ে ২২ ম্যাচ জিতেছেন কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে এটি দ্বিতীয় সেরা সাফল্য। এ পথে সৌরভ গাঙ্গুলিকে টেক্কা দেওয়া কোহলির সামনে শুধুই ধোনি (৬০ ম্যাচে ২৭ জয়)।

অবিশ্বাস্য ব্যাপার হলো, এই ৩৮ ম্যাচেই আলাদা আলাদা দল মাঠে নামিয়ে উল্লেখযোগ্য হারে সাফল্য তুলে নিয়েছেন কোহলি। আর নেতৃত্বভার পাওয়ার পর ব্যাটসম্যান কোহলি তো আরও অবিশ্বাস্য। শুধু ব্যাটসম্যান হিসেবে পেয়েছেন ৭ টেস্ট সেঞ্চুরি আর অধিনায়ক হিসেবে ১৬ সেঞ্চুরি। ভাবা যায়!

খেলোয়াড়

ম্যাচ

জয়

বিদেশে

এমএস ধোনি

৬০

২৭

বিরাট কোহলি

৩৮

২২

সৌরভ গাঙ্গুলি

৪৯

২১

১২

মো. আজহারউদ্দিন

৪৭

১৪

সুনীল গাভাস্কার

৪৭

মনসুর আলী পতৌদি

৪০

রাহুল দ্রাবিড়

২৫