Thank you for trying Sticky AMP!!

গেইল রান না পেলেই দলের 'বোঝা'

জোজি স্টারসের হয়ে সময়টা ভালো কাটেনি ক্রিস গেইলের। ছবি: জোজি স্টারস টুইটার পেজ

টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেইলের প্রভাব নিয়ে নতুন করে বলার কিছু নেই। ৪০ বছর বয়সেও তিনি বোলারদের যম। সেই গেইল বললেন মুদ্রার উল্টো পিঠের কথাও। দুই-তিন ম্যাচ পারফর্ম করতে না পারলেই ক্রিস গেইল দলের জন্য বোঝা।

দক্ষিণ আফ্রিকায় চলছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জানসি সুপার লিগ। এ টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোজি স্টারসের হয়ে পরশু শেষ ম্যাচটা খেলে ফেলেন গেইল। জিততে জিততে হার মানা সে ম্যাচের পরই সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন ক্যারিবীয় এ ওপেনার। ছয় ম্যাচ খেলেও টুর্নামেন্টে এখনো জয়ের মুখ দেখেনি জোজি স্টারস। এ ছয় ম্যাচে ১০১ রান করেছেন গেইল, এর মধ্যে ৫৪ রান এসেছে পরশুর ম্যাচে।

সোনালি দিনগুলো বেশ আগেই পেছনে ফেলেছেন গেইল। ঝড় যে একেবারে তোলেন না তা নয়, মাঝে-মধ্যেই দেখা যায় গেইল-ঝড়। কিন্তু দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়ার পর রূঢ় বাস্তবতাটাও বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা, ‘দু-তিন ম্যাচে পারফর্ম করতে না পারলেই ক্রিস গেইল দলের জন্য বোঝা। শুধু এ দলটা নিয়ে বলছি না। এটি এমন এক বিষয় যা গত কয়েক বছর ধরেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখছি। দুই, তিন কিংবা চারবার রান করতে না পারলে ক্রিস গেইল সব সময়ই দলের জন্য বোঝা। ব্যাপারটা এমন যে শুধু একজনই দলের জন্য বোঝা। এ নিয়ে কলহও হয়। লোকে মনে রাখে না তাদের জন্য কী করলেন। আমি সম্মান পাই না।’

>

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে প্রত্যাশা মেটাতে ব্যর্থ হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিস গেইল

গেইল এরপর বলেন, ‘আমি এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে বলছি না। সবকিছু মিলিয়েই বলছি, এমনকি খেলোয়াড়দের নিয়েও। খেলোয়াড়, ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট প্রধান ও বোর্ড সদস্যরাও থাকবেন। ক্রিস গেইল কখনো কোনো সম্মান পায়নি। ক্রিস গেইল একবার ব্যর্থ হলেই তার ক্যারিয়ার শেষ। সে কোনো কাজের না। আসলে আমি এসব পার করে এসেছি তাই এগুলো আমার কাছে নতুন কিছু না। এসবের মধ্য দিয়েই উঠে এসেছি।’