Thank you for trying Sticky AMP!!

চলে গেলেন রামচাঁদ গোয়ালা

ঢাকার ক্রিকেটের কিংবদন্তি রাঁমচাদ গোয়ালা। প্রথম আলো ফাইল ছবি

ঢাকার ক্রিকেটে তিনি কিংবদন্তিতুল্য নাম। রামচাঁদ গোয়ালা। আশির দশক থেকে নব্বই দশকের মাঝামাঝি পর্যন্ত খেলা এই বাঁহাতি স্পিনার আজ চলেই গেলেন। ময়মনসিংহে নিজ বাসভবনে ৭৯ বছর বয়সে মারা গেছেন আবাহনীতে টানা ১৫ মৌসুম খেলা সবার প্রিয় ‘গোয়ালাদা’। বিসিবি পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম খবরটি নিশ্চিত করেছেন। 

শুরুতে পেসার থাকলেও বাংলাদেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনের শুরুটা হয়েছিল তাঁকে দিয়ে। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত চলেই গেলেন পৃথিবীর মায়া কাটিয়ে। থেকে গেল তাঁর ৫৩ বছর বয়সে ঢাকা লিগে খেলার কীর্তি। 

খেলা ছাড়ার পর কিছুদিন কোচিংয়ের সঙ্গে ছিলেন রামচাঁদ। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ তাঁর ছাত্র। ময়মনসিংহে ক্রিকেট শুরু করা রামচাঁদের অভিষেক ভিক্টোরিয়ার হয়ে ১৯৬২ ঢাকা লিগে। স্পিনার হিসেবে। 

ঢাকায় তিনি খেলেছেন নিয়মিত। কলকাতায় গিয়েও বাংলাদেশের হয়ে অনেক আনঅফিশিয়াল ম্যাচ খেলেছেন। ইডেনে ১৯৮৩ সালে পশ্চিমবঙ্গের বিপক্ষে খেলেছেন ম্যাচ। ১৯৪১ সালে জন্মেছিলেন রামচাঁদ গোয়ালা।