
টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি যেন প্রথম ম্যাচের পুনরাবৃত্তিই। কাল অস্ট্রেলিয়া রান তাড়া করে পারেনি, আজ আগে ব্যাটিং করে বড় স্কোর দাঁড় করাতে পারেনি। দুই ম্যাচেই বাংলাদেশের বোলারদের দাপট। তবে পার্থক্য হচ্ছে আজ অস্ট্রেলীয়দের ওপর রাজত্ব করেছেন মোস্তাফিজুর রহমান। তবে দিনের শেষে বাংলাদেশের নায়ক দুইজন—আফিফ হোসেন আর নুরুল হাসান। ১২১ রান তাড়া করতে নেমে একপর্যায়ে পথটাকে বড় কঠিন মনে হচ্ছিল বাংলাদেশের। এ দুই তরুণ ব্যাটসম্যান সেটিকেই সহজ করেছেন। বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে, ৮ বল হাতে রেখেই। প্রিয় পাঠক, ছবিতে দেখে নিন অস্ট্রেলিয়াকে টানা দ্বিতীয় ম্যাচে হারানোর কয়েকটি মুহূর্ত...