Thank you for trying Sticky AMP!!

তামিম দ্রুত ফর্মে ফিরবেন আশা মাহমুদউল্লাহর

তামিম ফর্মে ফিরবেন দ্রুতই, আশা মাহমুদউল্লাহর। ছবি: প্রথম আলো

মাঠে যতক্ষণ ছিলেন তামিম ইকবালকে আউট করাই ছিল মূল লক্ষ্য। বহুদিন পর নিজের বোলিং সত্তাকে খুঁজে পেয়ে মাহমুদউল্লাহ সাফল্যও পেয়েছেন। চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচে দুই ইনিংসেই মাহমুদউল্লাহর শিকার তামিম। দলের প্রয়োজনে চট্টগ্রাম ওপেনারকে আউট করেছেন ঠিক। কিন্তু এর ফলে আবার জাতীয় দলের ওপেনার তামিমের ফর্ম নিয়ে প্রশ্ন উঠে গেছে। তাই ম্যাচ শেষে জাতীয় দলের সতীর্থ হিসেবে মাহমুদউল্লাহ আশ্বস্ত করেছেন তামিম ফর্মে ফিরবেন খুব দ্রুত।

শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুই ইনিংসেই তামিম ধীরেসুস্থে শুরু করেছিলেন। কিন্তু থিতু হয়েই ফিরে গেছেন দুবার। শ্রীলঙ্কা সফরের পর থেকে বিশ্রামে থাকা তামিমের ৩০ ও ৪৬ রানের ইনিংস কিছুটা চিন্তা জাগাচ্ছে। মাহমুদউল্লাহ অবশ্য বলছেন দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ভালোই খেলছেন, ‘তামিম বেশ ভালোই ব্যাটিং করছিল। আমার কাছে মনে হয়েছে সে আসলেই কঠোর পরিশ্রম করছে। হয়তো বড় রান করতে পারেনি। তবে ওর ব্যাটিংয়ের ছন্দ দেখে মনে হয়েছে যে সে খুব ভালো ব্যাটিং করছে এবং আপনারা সবাই জানেন গত কয়েক মাস ধরে ও অনেক কষ্ট করছে। ফিটনেস এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। আমি আশা করি সে ফিরে আসবে দ্রুত ইনশা আল্লাহ।’

শুধু তামিম নন, জাতীয় লিগের প্রথম রাউন্ডে জাতীয় দলের অধিকাংশ ব্যাটসম্যানই ভালো করেননি। শুধু ইমরুল কায়েস ডাবল সেঞ্চুরি (২০২*) করেছেন। মুশফিক ও মাহমুদউল্লাহ পেয়েছেন ফিফটি। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও ইনিংস বড় করতে পারেননি এ দুজনও। দুই ইনিংস মিলিয়ে ৯৬ রান মুশফিকের (৭৫ ও ২১)। বোলিংয়ে ৬ উইকেট পাওয়া মাহমুদউল্লাহর সংগ্রহ ৬৩। বাকিদের অবস্থা আরও বাজে। মুমিনুল ও সাব্বির রহমানের দুই ইনিংসেই আশ্চর্য মিল (১১ ও ০)। তামিমের ওপেনিং সঙ্গী সাদমান এক ইনিংসে করেছেন ৬ রান।

মাহমুদউল্লাহ অবশ্য এক রাউন্ডের এ পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন, ‘আমার মনে হয় এটি (সিনিয়রদের রান) নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। হয়তো সবাই চেষ্টা করেছে। কেউ রান করেছে, কেউ করেনি। আমি আশা করি যারা রান করেনি তারা হয়তো আরও বেশি কষ্ট করে দ্বিতীয় ম্যাচে রান করতে পারে এবং আত্মবিশ্বাসের লেভেলটি যেন আগের পর্যায়ে নিয়ে আসতে পারে সেটা চেষ্টা করবে।’