Thank you for trying Sticky AMP!!

তিতলি নয়, রাজশাহীতে ঝড়ের নাম 'লিটন দাস'!

সেঞ্চুরির পর লিটন, যেটি পরে রূপ দিয়েছেন ডাবলে। সৌজন্য ছবি
>

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে যে সেঞ্চুরি করেছেন, সেটির স্মৃতি সজীব থাকতেই আবারও দুর্দান্ত লিটন দাস। আজ রাজশাহীতে রাজশাহীর বিপক্ষে অসাধারণ এক রেকর্ড গড়েছেন রংপুরের এ ওপেনার। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে দ্রুত ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন তাঁর।

ঘূর্ণিঝড় তিতলির কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রাজশাহীতে অবশ্য তিতলির কোনো প্রভাব নেই। অথচ পরিষ্কার আবহাওয়ায় ঝড় উঠেছে রাজশাহীতেও! ঝড়ের নাম লিটন দাস! জাতীয় লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় দিনে রাজশাহীর বিপক্ষে শুধু দুর্দান্ত ইনিংসই খেলেননি, গড়েছেন অনন্য এক রেকর্ড। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন লিটনেরই। রংপুর ওপেনার থেমেছেন ২০৩ রান করে।

এশিয়া কাপের পর বিশ্রাম নিতে গিয়েছিলেন দিনাজপুর। বাড়িতে কটা দিন ‘জিরিয়ে’ দিলেন গা ঝাড়া! আর তাতেই খড়কুটোর মতো উড়ে গেলেন রাজশাহীর বোলাররা। এশিয়া কাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন লিটন। প্রথম ইনিংসে আউট হয়েছেন ১৭ রানে। দল অলআউট ১৫১ রানে। বিপরীতে প্রথম ইনিংসে রাজশাহী গড়ল ৪ উইকেটে ৫৮৯ রানের পাহাড়। এমন রান উৎসবে যোগ না দেওয়াটা যেন অন্যায়!

তবে লিটন যেভাবে রান-বন্যায় গা ভাসালেন, সেটি তাক লাগিয়ে দেওয়ার মতো। ৪৪ বলে ফিফটি। ১৬ চার ও ১ ছক্কায় সেঞ্চুরি করলেন ৮১ বলে। ১৫০ করতে বল খেললেন আরও ২৭ বল। লিটনের রেকর্ডটা হলো কোথায়, সেটা বলা যাক। ডাবল সেঞ্চুরি করেছেন ১৪০ বলে। অর্থাৎ সেঞ্চুরিকে ডাবলে রূপ দিতে খেলেছেন মাত্র ৫৯ বল। বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এখন লিটনের। আগেরটিও তাঁর অধিকারে ছিল, গত এপ্রিলে বিসিএলে ডাবল সেঞ্চুরিটা করেছিলেন ১৯০ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ৮৯ বলে! আফগানিস্তানের শফিকউল্লাহ শেনওয়ারি।

ডাবল সেঞ্চুরিটা পূরণ করেছেন রাজসিক ভঙ্গিতে, তাইজুল ইসলামকে এক ছক্কায় ১৯৩ থেকে ১৯৯। ঠিক পরের বলেই বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরি। লিটন ১৫০ পূর্ণ করেছেন ছক্কা মেরে, সেঞ্চুরি করেছেন বাউন্ডারি মেরে। লিটনের ব্যাট যেন আজ দুধারি তলোয়ার! তাইজুলের বলে আউট হওয়ার আগে ১৪২ বলে ৩২ চার ও ৪ ছক্কায় করেছেন ২০৩ রান। স্ট্রাইকরেট ১৪২.৯৫! গত এপ্রিলে লিটন দাস ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট শেষ করেছিলেন ২৭৪ রানের অতি উজ্জ্বল এক ইনিংস খেলে। নতুন মৌসুম শুরু করলেন সেখান থেকেই। ভাঙলেন নিজেরই রেকর্ড। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রস্তুতিটাও হলো তাঁর দারুণ।

লিটনের অসাধারণ এক রেকর্ডের পরও একটা প্রশ্ন আসছে, রাজশাহীর উইকেট কি শুধু রান–বন্যার জন্য তৈরি হয়েছে? প্রথম পর্বে এই ভেন্যু সেঞ্চুরি দেখল ছয়টি। দ্বিতীয় পর্বের তৃতীয় দিন পর্যন্ত সেঞ্চুরি হয়ে গেছে চারটি। সেঞ্চুরির এ মেলায় আজ দুপুরে যোগ দিয়েছেন জুনায়েদ সিদ্দিক। বিকেলে লিটন দাস। লিটনের ডাবল সেঞ্চুরিতে রংপুর দিন শেষ করেছে ২ উইকেটে ৩১৯ রান করে।

বাংলাদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি

 বল মৌসুম
লিটন দাস১৪০২০১৮–১৯
লিটন দাস১৯০২০১৭–১৮
মোসাদ্দেক হোসেন২২৯২০১৪–১৫
আবদুল মজিদ২৩০২০১৭–১৮