Thank you for trying Sticky AMP!!

দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ম্যাচেও হারল মেয়েরা

রুমানারা ব্যাটিংয়ে মোটেও ভালো করতে পারেনি। ফাইল ছবি
>দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ম্যাচে ৮৯ রানে অলআউট হয়েছেন মেয়েরা। তাড়া করতে নেমে ৯ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক দল।

দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছেন মেয়েরা। বেশি দিন আগের কথা নয়, গত বছর ঘরের মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১০ রানে জিতেছিলেন জাহানারা আলম-রুমানা আহমেদরা। অথচ সেই একই দলের বিপক্ষে আজ মেয়েরা মাত্র ৮৯ রানেই অলআউট!
রুমানাদের দল দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমেছিল। দুই অঙ্কের রানে পৌঁছাতে পেরেছেন মাত্র তিনজন। বাকিদের বেশির ভাগের রান একসঙ্গে যেন মোবাইল নম্বর! নয় নম্বরে নেমে সর্বোচ্চ ২০ রান করেন পেসার পান্না ঘোষ। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান এসেছে ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা আরেক পেসার জাহানারার ব্যাট থেকে। প্রথম চার ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
প্রোটিয়া মেয়েদের হয়ে ৩টি করে উইকেট নেন আয়াবঙ্গে খাকা ও রেইসিবে এনতোজোখে। তাড়া করতে নেমে ১৭.১ ওভারেই ৯ উইকেটের জয় তুলে নেয় ডানে ফন নিকার্কের দল। এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১০৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিল স্বাগতিক দল।