Thank you for trying Sticky AMP!!

দারুণ কীর্তির সামনে বাংলাদেশ আর মাহমুদউল্লাহ

দেশকে নিয়ে বড় কীর্তির সামনে মাহমুদউল্লাহ। ছবি: এএফপি
>দুর্দান্ত দুটি মাইলফলকের সামনে বাংলাদেশ। একটা দলগতভাবে, আরেকটা অধিনায়ক মাহমুদউল্লাহর।

শেষ কবে কোনো সফরকারী দল ভারতে গিয়ে ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে এসেছে?

উত্তরটা একটু কঠিনই। টি-টোয়েন্টি সংস্করণের আবির্ভাবের পর ভারতের মাটিতে ভারতকে কোনো দলই তিন ম্যাচের সিরিজে হারাতে পারেনি। ২০১২-তে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ২০১৫-তে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে ছিল। কিন্তু শেষ ম্যাচটা বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ায় সেই জয়কে রেকর্ডের মধ্যে (তিন ম্যাচের সিরিজ হিসেবে) ধরা হয় না। আজ রাজকোটে বাংলাদেশ যদি ভারতকে হারাতে পারে, তাহলে ভারতের বিপক্ষে প্রথম কোনো দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ে এগিয়ে যাবে অনেকটাই। সে ক্ষেত্রে ১০ নভেম্বর নাগপুরে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হলেই রেকর্ডটা হয়ে যাবে বাংলাদেশের। আজ হেরে গেলেও সমস্যা নেই। এই রেকর্ড গড়তে তৃতীয় ম্যাচটি তো হাতে থাকছেই।