Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানি এ ওপেনারের চোখে বাংলাদেশ বিশ্বমানের দল

পাকিস্তানের ক্রিকেটার আহসান আলী। কাল সংবাদমাধ্যমের সামনে। ছবি: সাজ সাদিকের টুইটার পেজ
>

বাংলাদেশকে বিশ্বমানের দল বললেন পাকিস্তান দলের নতুন মুখ আহসান আলী। সিরিজটা কঠিন হবে বলেই মনে করছেন ২৬ বছর বয়সী এ ওপেনার

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তিন নতুন মুখকে দলে টেনেছে পাকিস্তান। ২৬ বছর বয়সী ওপেনার আহসান আলী তাঁদের একজন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নজর কাড়া এ ব্যাটসম্যান বাংলাদেশকে দেখছেন বিশ্বমানের দল হিসেবে। টি-টোয়েন্টি সিরিজটা কঠিন হবে বলেই মনে করছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নির্বাচকদের চোখে পড়া এ ব্যাটসম্যান।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ৪১ টি-টোয়েন্টি ম্যাচে ১২৯ স্ট্রাইকরেটে ৯৪৯ রান করেছেন আহসান। রোহিত শর্মাকে আদর্শ মানা এ ওপেনারের টি-টোয়েন্টি পরিসংখ্যান চমকে দেওয়ার মতো না হলেও শট খেলতে পারেন উইকেটের চারপাশে, ভালো খেলতে পারেন চাপের মধ্যেও। বাংলাদেশ দল নিয়ে কাল তিনি কথা বলেছেন পাকিস্তানের সংবাদমাধ্যমের সঙ্গে, ‘বাংলাদেশ বেশ কঠিন দল। তারা অনেক উন্নতি করেছে। তাদের মাহমুদউল্লাহর মতো অসাধারণ ব্যাটসম্যান আছে। তারা সব বিভাগেই উন্নতি করেছে এবং বিশ্বমানের দল। সিরিজটা তাই কঠিন হবে। মাঠে এসে সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করছি সমর্থকদের।’

তিন মাসে তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।প্রথম দফায় চলতি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পাওয়া আহসান নিজের সম্পর্কে বলেন, ‘ভারতীয় ওপেনার রোহিত শর্মা আমার প্রিয় ব্যাটসম্যান। নিজের পরিকল্পনাটা আমি বিশ্বকে দেখাতে চাই, পাকিস্তানের অন্যতম সেরা ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই নিজেকে।’