
টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান |
ম্যাচ ১০ |
বাংলাদেশ জয়ী ০ |
পাকিস্তান জয়ী ৯ |
ড্র ১ |
দলীয় সর্বোচ্চ |
বাংলাদেশ |
৫৫৫/৬, খুলনা, ২০১৫ |
পাকিস্তান |
৬২৮, খুলনা, ২০১৫ |
দলীয় সর্বনিম্ন |
বাংলাদেশ |
৯৬, পেশোয়ার, ২০০৩ |
পাকিস্তান |
১৭৫, মুলতান, ২০০৩ |
সবচেয়ে বেশি রান |
বাংলাদেশ |
৫৫৪, হাবিবুল বাশার |
পাকিস্তান |
৬৫০, মোহাম্মদ হাফিজ |
ব্যক্তিগত সর্বোচ্চ |
বাংলাদেশ |
২০৬, তামিম ইকবাল, খুলনা, ২০১৫ |
পাকিস্তান |
২২৬, আজহার আলী, মিরপুর, ২০১৫ |
সবচেয়ে বেশি উইকেট |
বাংলাদেশ |
১৭, মোহাম্মদ রফিক |
পাকিস্তান |
৩৪, দানিশ কানেরিয়া |
ইনিংস-সেরা বোলিং |
বাংলাদেশ |
৬/৮২, সাকিব আল হাসান, মিরপুর, ২০১১ |
পাকিস্তান |
৭/৭৭, দানিশ কানেরিয়া, ঢাকা, ২০০২ |
৩৭৯ |
এক সিরিজে সবচেয়ে বেশি রান বাংলাদেশের হাবিবুল বাশারের, ২০০৩ সালে পাকিস্তানে তিন ম্যাচে। |
১৭ |
এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট বাংলাদেশের মোহাম্মদ রফিক ও পাকিস্তানের শাব্বির রহমানের, ২০০৩ সালে। |
৩ |
সবচেয়ে বেশি সেঞ্চুরি পাকিস্তানের ইউনিস খান ও মোহাম্মদ হাফিজের। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পাঁচটি সেঞ্চুরি পাঁচ ব্যাটসম্যানের। |
২৬ |
সবচেয়ে বেশি ডিসমিসাল পাকিস্তানের রশিদ লতিফের, ছয় ম্যাচে ২৪ ক্যাচ ও ২ স্টাম্পিং। ৯ ডিসমিসাল নিয়ে বাংলাদেশের সেরা খালেদ মাসুদ। |
৮ |
সবচেয়ে বেশি ক্যাচ পাকিস্তানের ইউনিস খানের। ৬ ক্যাচ নিয়ে বাংলাদেশের সেরা মাহমুদউল্লাহ। |
৩১২ |
সবচেয়ে বড় জুটি বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। ২০১৫ সালে খুলনা টেস্টে। টেস্টে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে যা বিশ্ব রেকর্ড। |
৭ |
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সবচেয়ে বেশি খেলেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, তৌফিক উমর ও ইউনিস খান। |
৪ |
সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও পাকিস্তানের মিসবাহ-উল-হক। |
পাকিস্তানে টেস্টে বাংলাদেশ |
ম্যাচ জয় হার |
৪ ০ ৪ |
৪৪৮ |
সবচেয়ে বেশি রান হাবিবুল বাশারের। |
১৭ |
সবচেয়ে বেশি উইকেট মোহাম্মদ রফিকের। |
২ |
পাকিস্তানে টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেঞ্চুরি। ২০০৩ সালে করাচিতে হাবিবুল বাশার ও পেশোয়ারে জাভেদ ওমর সেঞ্চুরি পেয়েছিলেন। |
পাকিস্তানে টেস্টে বাংলাদেশের বোলাররা দুবার ৫ উইকেট পেয়েছেন। ২০০৩ সালে পেশোয়ারে ১১৮ রানে ৫ উইকেট নেওয়ার পর মুলতানে ৩৬ রানে ৫ উইকেট নেন রফিক। |