Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশের 'ব্লু প্রিন্ট' দারুণ পছন্দ মাসাকাদজার

ক্রিকেট উন্নতিতে বাংলাদেশকেই অনুসরণ করতে চান হ্যামিল্টন মাসাকাদজা। ছবি: প্রথম আলো
জিম্বাবুয়ে ক্রিকেটে প্রাণ ফেরাতে বাংলাদেশের দেখানো পথ অনুকরণ করছেন হ্যামিল্টন মাসাকাদজা


খেলোয়াড় সংকট প্রবল জিম্বাবুয়ে ক্রিকেটে। দেশটির প্রথম ক্রিকেট ডিরেক্টর হ্যামিল্টন মাসাকাদজা দায়িত্ব নিয়েই নেমে পড়েছেন এই সমস্যা সমাধানে। তিনি বাংলাদেশের বয়স ভিত্তিক ক্রিকেটের প্রক্রিয়া অনুকরণ করতে চান। বাংলাদেশের মতোই জিম্বাবুয়ের হাই পারফরম্যান্স ইউনিট ও ‘এ’ দলকে আরও সক্রিয় করার পরিকল্পনা এই সাবেক ক্রিকেটারের।

বাংলাদেশে অধিকাংশ ক্রিকেটার এসেছে বয়স ভিত্তিক ক্রিকেট থেকে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের মতো তারকারা এসেছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের গণ্ডি পেরিয়ে। সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপও জিতেছে। ক্রিকেট ছেড়ে জিম্বাবুয়ে ক্রিকেট পরিচালনার দায়িত্ব নিয়েই বাংলাদেশের সাফল্যের ব্লু প্রিন্ট জিম্বাবুয়েতেও কাজে লাগানো শুরু করছেন। এগোচ্ছেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে।

জিম্বাবুয়ে দলের খেলা দেখতে বাংলাদেশে আসা মাসাকাদজা এখন সিলেটে। আজ দুপুরে দলের অনুশীলনের ফাঁকেই প্রথম আলোকে তিনি বলছিলেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে অনেক খেলেছি। সাকিব-মুশফিকরা যখন থেকে খেলা শুরু করেছে তখন থেকেই দেখছি। দেখেছি বাংলাদেশ তাদের উন্নতি কীভাবে করেছে। মডেলটা খুবই ভালো। অনুকরণ করার মতো মডেল।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাফল্যে মাসাকাদজা খুব একটা অবাক হননি। শুধু বয়স ভিত্তিক দল নয়, হাই পারফরম্যান্স ইউনিট ও বাংলাদেশ ‘এ’ দলের কার্যক্রমও অনুকরণীয় মনে করেন মাসাকাদজা, ‘আপনাকে অনূর্ধ্ব-১৯ ধাপে গুরুত্ব দিতেই হবে। আর কোনো উপায়ও নেই। যেভাবে বাংলাদেশ তাদের ছেলেদের নিয়ে কাজ করেছে, ওরা এখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আপনার বয়স ভিত্তিক ক্রিকেটের দিকে তাকাতেই হবে। হাই পারফরম্যান্স ও ‘এ’ দলকেও দেখতে হবে। এসব জায়গায় ভালো কাজ করলেই জাতীয় দল ভালো হবে। আপনি চাইবেন ক্রিকেটার তৈরি করতে, আর অনূর্ধ্ব-১৯ হচ্ছে শুরুর ধাপ।‘