Thank you for trying Sticky AMP!!

টি–টোয়েন্টিতে দুদলের সর্বশেষ দেখায় ৩ রানে হেরেছে বাংলাদেশ

বড় দলের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টি সিরিজ জয় উইন্ডিজের বিপক্ষেই

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচবার হারিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি জিতেছে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে (১১)। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ প্রথম বড় কোনো দলের বিপক্ষে একাধিক ম্যাচের সিরিজও জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দেখে নিন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দ্বৈরথের দলীয় রেকর্ডগুলো—

২০১৮ সালের আগে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ পূর্ণাঙ্গ টি-টোয়েন্টি সিরিজ খেলেনি। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুদলের প্রথম একাধিক ম্যাচের সিরিজটা জেতে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশের দুটি জয়ই ছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। ওই বছরই বাংলাদেশ সফরে ফিরতি সিরিজটা জিতে প্রতিশোধ নেয় ক্যারিবীয়রা।

Also Read: রানে মাহমুদউল্লাহ, উইকেটে সাকিব সবার ওপরে

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দুদলের মুখোমুখি লড়াইয়ে শীর্ষ পাঁচের তিনটিই বাংলাদেশের।

দলীয় সর্বনিম্নের তালিকাতেও বাংলাদেশের আধিপত্য। সর্বনিম্ন পাঁচ ইনিংসের চারটিই বাংলাদেশের।

Also Read: টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান খরচের রেকর্ড ব্রডের