Thank you for trying Sticky AMP!!

ভক্তদের নৈশভোজের কথাটা মনে করিয়ে দিলেন মুশফিক

ভক্তদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন মুশফিক। প্রথম আলো ফাইল ছবি

আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পূর্তিতে গত ২৬ মে মুশফিকুর রহিম তাঁর স্বপ্নের 'এমআর-১৫' ফাউন্ডেশনের জন্য লোগোর নকশা আহ্বান করেছিলেন। আজ এক ভিডিও বার্তায় জানালেন, খুব ভালো সাড়া পাচ্ছেন এই আহ্বানে। একই সঙ্গে বিজয়ীদের পুরস্কারের কথাটাও মনে করিয়ে দিলেন। 

ভক্তদের কাছে নিজের ফাউন্ডেশনের লোগোর নকশা আহ্বান করে মুশফিক জানিয়েছিলেন, এই প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ ভক্তকে নিয়ে তিনি ঢাকার কোনো একটি পাঁচ তারকা হোটেলে নৈশভোজ করবেন। সেটি অবশ্যই করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে। পাঁচজনের মধ্যে (চূড়ান্ত বিজয়ী) একজন পাবেন অটোগ্রাফসহ তাঁর জার্সি। নকশা জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন।
আজ সন্ধ্যায় ভক্তদের নৈশভোজের কথাটা আবারও মনে করিয়ে দিলেন মুশফিক, 'আর বেশিদিন বাকি নেই। এখনো পর্যন্ত যত লোগো পেয়েছি, খুব অবাক এবং খুশি হয়েছি। যারা এখনো পাঠাননি, আশা করি নকশা করা ইউনিক লোগো পাঠিয়ে দেবেন শিগগির। আমার সঙ্গে ডিনার করা আপনাদের কাছে বড় কিছু নাও মনে হতে পারে, তবে আপনাদের নকশা করা লোগো আমার স্বপ্নের ফাউন্ডেশনের লোগো হিসেবে ব্যবহার করাটা হবে অনেক বড় ব্যাপার।'

মুশফিক নিছক রসিকতা করেই হয়তো বলেছেন। নৈশভোজ করার সুযোগ হাতছাড়া করতে চাইবেন তাঁর কোন ভক্ত!