
পাকিস্তান জাতীয় দলের ব্যাটসম্যানদের কঠোর সমালোচনা করলেন জাভেদ মিয়াঁদাদ
পারফর্ম করতে পারছেন না—এমন ক্রিকেটারদের বেশি বেশি সুযোগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন অভিযোগ বহু আগেই তুলেছেন পাকিস্তানের সাবেকেরা। এবার আরও কঠোর সমালোচনা করলেন জাভেদ মিয়াঁদাদ। পাকিস্তানের কিংবদন্তি এ ব্যাটসম্যান মনে করেন, তাঁর দেশের বর্তমান জাতীয় দলের কোনো খেলোয়াড়ই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ভারতের দলে জায়গা পাওয়ার মতো নন।
পাকিস্তানের সাবেকরা এখন ইউটিউবে মজেছেন। ইনজামাম-উল-হক, শোয়েব আখতার থেকে বেশির ভাগ সাবেক ক্রিকেটাররা নিজেদের ইউটিউব চ্যানেলে বিশেষজ্ঞ মতামত দিয়ে থাকেন। মিয়াঁদাদও এই একই পথের যাত্রী। নিজের ইউটিউব চ্যানেলেই জাতীয় দলের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক, ‘আমি জানতে চাই পাকিস্তানে এমন কেউ কি আছে, যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দ. আফ্রিকা, নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো দলে জায়গা পেতে পারে? এসব দলে আমাদের কোনো ব্যাটসম্যানই সুযোগ পাবে না। বোলার আছে, কিন্তু ব্যাটিংয়ে কেউ নেই।’
জাতীয় দলের এই হালের জন্য পিসিবিকে দায়ী করেছেন মিয়াঁদাদ। ৬২ বছর বয়সী সাবেক এ কোচ বলেন, ‘এই বিশ্ব চলে রোজকার ভিত্তিতে। আজ রান করলেন, টাকা পেলেন, চলে গেলেন। কাল রান করলে একইভাবে টাকা পাবেন। এটাই পেশাদারি। রান না করলে টাকা পাবে কেন? এই দায়িত্বটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কেউ যেন ক্রিকেটকে এভাবে না দেখে সেটি নিশ্চিত করার দায়িত্ব বোর্ডের।’
ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের ক্রিকেট-সংস্কৃতির পার্থক্যও তুলে ধরেছেন মিয়াঁদাদ, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো সিরিজ ধরে ধরে দল গঠন করে। আগের সিরিজে ৫০০ রান করলেও তারা সেটি বিবেচনা করবে না। কিন্তু পাকিস্তানে সেঞ্চুরি মারলে ন্যূনতম ১০ ইনিংসের নিশ্চয়তা থাকে। ব্যর্থ হলেও কোনো বিকার নেই।’