Thank you for trying Sticky AMP!!

ভুটানকে ১০ উইকেটে হারালেন সৌম্য-নাঈমরা

সৌম্য সরকার। ছবি: এএফপি

এসএ গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলটা বেশ শক্তিশালি। তবে ভুটানের বিপক্ষে বোলিংয়ে প্রত্যাশামতো শক্তিটা দেখাতে পারেনি তারা। ভুটানকে খুব কম রান করতে দিলেও অলআউট করা যায়নি। ব্যাটিংয়ে নেমে অবশ্য খেদটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সৌম্য সরকার। তাঁর ঝোড়ো ইনিংসে ৬.৫ ওভারে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ভুটান আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ৬৯তম দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তারা খুব একটা সুবিধা করতে পারবে না এটাই ক্রিকেটমোদীদের স্বাভাবিক প্রত্যাশা। আগে ব্যাটিংয়ে নামা ভুটানের সংগ্রহ মাত্র ৬৯ রান——এটুকু শুনলে তা স্বাভাবিকভাবেই দেখার কথা বাংলাদেশের সমর্থকদের। তবে প্রতিপক্ষকে অলআউট করতে না পারার ব্যর্থতাও লুকিয়ে রাখা যায় না। সৌম্য ঝোড়ো ব্যাট করে চেষ্টা করেছিলেন সবকিছু ভুলিয়ে দেওয়ার। তাঁর ২৮ বলে ৫০ রানের ইনিংসে ১৩.১ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

>

এসএ গেমসে আজ ভুটানকে ৭৯ বল হাতে রেখে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

প্রথম ওভারেই দুটো চার মেরে দুরন্ত সূচনা করেন সৌম্য। আগের ম্যাচে ফিফটি না পেলেও এ ম্যাচে ফিফটি তুলে নেওয়ার তৃপ্তি পেলেন তিনি। ৩ ছক্কা ও ৫ চারে ইনিংসটি সাজান বাংলাদেশ জাতীয় দলের এ ব্যাটসম্যান। অপর প্রান্তে ১৩ বলে ১৬ রান নিয়ে অপরাজিত ছিলেন জাতীয় দলের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম।