Thank you for trying Sticky AMP!!

ভুল না করার প্রতিজ্ঞা থেকেই বিশ্বজয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশ দল

তীরে এসে তরি ডোবার ভুল অনেক হয়েছে, আর নয়। এবার সাফল্যের পতাকা উড়িয়ে নৌকা ভেড়াতে হবে বিজয়ের বন্দরে। যেমন প্রতিজ্ঞা, তেমন কাজ। ভুল না করার প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতল প্রথম বিশ্বকাপ।

কাল ম্যাচ শেষে পচেফস্ট্রুম থেকে মুঠোফোনে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যেই একটা কথাই হয়েছিল যে পুরোনো ভুল আর করা যাবে না। এর আগে ভারতের বিপক্ষে কাছে গিয়েও আমরা হেরেছি। এবার যেন তা নয়—এই প্রতিজ্ঞা ছিল খেলোয়াড়দের।’

ভারতকে ১৭৭ রানে অলআউট করা ফিল্ডিং কোচ বেশির ভাগ কৃতিত্ব দিচ্ছেন দলের বোলারদের। তবে একই সঙ্গে বলেছেন, ‘এই জয় আসলে সবার। বোলাররা ভালো বোলিং করার পর আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। মাঝে একটু সমস্যা হওয়ার পর আকবর যেভাবে ম্যাচ শেষ করে এল, পারভেজ যেভাবে চোট থেকে গিয়ে আবার ব্যাট করল...এককথায় অসাধারণ।’

মাঝে বাংলাদেশ দলের ব্যাটিং একটু শ্লথ হলেও সেটি পরিকল্পনার অংশ ছিল বলেই জানিয়েছেন ফয়সাল হোসেন, ‘রান খুব বেশি দরকার ছিল না আমাদের। ২০-২২ ওভারে ১১০ রান, বরং উইকেটই কম ছিল। সে জন্য পরিকল্পনা ছিল আস্তে আস্তে ঝুঁকি না নিয়ে খেলার। হাতে অনেক সময় ছিল। আর এই পরিকল্পনা যতটা না টিম ম্যানেজমেন্টের ছিল, তার চেয়ে বেশি ছিল দলের খেলোয়াড়দের।’

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কাল রাতটা উৎসব আনন্দেই কেটেছে বাংলাদেশ দলের। জোহানেসবার্গ গিয়ে আজকের দিনটা সেখানেই থাকবে যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নরা। দেশে ফেরার বিমান ধরবে আগামীকাল।