Thank you for trying Sticky AMP!!

মাশরাফি নেই তাই 'স্বস্তি' উইন্ডিজের, কিন্তু সাকিব তো আছেন!

টি-টোয়েন্টিতে মাশরাফির অনুপস্থিতি স্বস্তি দিচ্ছে উইন্ডিজকে কিন্তু সাকিব নামক ‘অস্বস্তি’ কিন্তু ঠিকই আছে! ছবি: প্রথম আলো
>টেস্ট সিরিজের পর বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ওয়ানডে সিরিজও। উইন্ডিজ দলের সহকারী কোচ মুশতাক আহমেদ এখন টি-টোয়েন্টিতে ভালো কিছুর আশায়

ভদ্রলোক দেখি ফুটবলটা বেশ খেলেন। গা গরমের সময় ছোট ছোট পায়ে যেভাবে ড্রিবলিং করেন ছাত্রদের সঙ্গে, দেখে মজাই লাগে। তিনি সে অর্থে ফুটবলার নন, খেলেন নেহাতই শখের বশে। তাঁর মূল পরিচয়, সাবেক পাকিস্তানি লেগ স্পিনার। কদিন আগে স্পিন পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ক্যারিবীয়দের হয়ে মুশতাক আহমেদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশের বিপক্ষেই।

উইন্ডিজে যোগ দিয়েই দেখছেন একের পর এক হার। একজন সাবেক স্পিনার হয়ে দেখছেন তাঁর দলের ব্যাটসম্যানরা কীভাবে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে খাবি খাচ্ছেন। টেস্টে ধবলধোলাই হওয়ার পর বাংলাদেশের কাছে ওয়েস্ট ইন্ডিয়ানরা হেরেছে ওয়ানডে সিরিজেও। টানা ব্যর্থতায় একটা দলের মানসিকভাবে উজ্জীবিত হওয়া কঠিন।

তবুও মুশতাক আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আশার কথাই শোনালেন, ‘জীবন সব সময়ই বহমান। এই ছেলেরা শেখার মধ্যে আছে। তারা কিন্তু দেশের মাঠে এই বাংলাদেশের বিপক্ষে সিরিজ (টেস্ট) জিতেছে। এখন শুধু দুটি ভালো ম্যাচ জেতার অপেক্ষায়। আমরা এখানে দ্বিতীয় ওয়ানডে জিতেছি। দলের সবাই খুবই ভালো ক্রিকেটার। তাদের এখন আরও ধারাবাহিক জেতার কায়দাটা শিখতে হবে।’

মুশতাককে আশাবাদী করছে আরও একটা বিষয়। ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ককে দেখা যাবে না ২০ ওভারের ম্যাচে। মাশরাফির না থাকাটা একটু যে উইন্ডিজকে সুবিধা দেবে, সেটিই বলছেন মুশতাক, ‘হ্যাঁ, একজন ভালো নেতা অনেক পার্থক্য গড়ে দেয়। একজন ভালো নেতা পুরো দলকে এক সুতোয় গেঁথে রাখে। যখন আপনি একজন ভালো অধিনায়ক পাবেন, সে পুরো দলকে এক করে রাখবে। এটা সব সময়ই একটা সুবিধা। তবে আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি কিংবা এমন কিছুই দেখছি না। নিজেদের মতো করে আমাদের খেলতে হবে, নিজেদের শক্তির দিকটা মনে রাখতে হবে। যদি সেটা করতে পারি, নিজেদের দক্ষতা কাজে লাগাতে পারি, যেকোনো দলের বিপক্ষেই আমরা জিততে পারব।’

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সাকিবও যে অধিনায়ক হিসেবে দুর্দান্ত, সেটি অজানা থাকার কথা নয় মুশতাকের। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও সাকিবের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু টেস্টে ক্যারিবীয়দের ধবলধোলাই করেছে। এমনকি বাঁহাতি অলরাউন্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। মাশরাফি, সাকিব বাংলাদেশের দুই অধিনায়ক যাঁর যাঁর জায়গায় সফল। টি-টোয়েন্টি সিরিজেও তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের।