মোশাররফ রুবেলের কবরের জন্য স্থায়ী জায়গা চান তাঁর স্ত্রী
মোশাররফ রুবেলের কবরের জন্য স্থায়ী জায়গা চান তাঁর স্ত্রী

মোশাররফ রুবেলের কবর স্থায়ী করতে মেয়রের নির্দেশ

প্রয়াত ক্রিকেটার মোশাররফ হোসেনের (রুবেল) কবর বনানী কবরস্থানে স্থায়ী করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মস্তিষ্কের ক্যানসারে ভুগে গত মঙ্গলবার মাত্র ৪০ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন মোশাররফ রুবেল। পরে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হলেও তাঁর কবরটি ছিল অস্থায়ী। গত শুক্রবার স্বামীর কবর জিয়ারত করতে গিয়ে মোশাররফের স্ত্রী ফারহানা চৈতী সংবাদমাধ্যমে বনানীতেই কবরটি স্থায়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলেন। মেয়র আতিক এ–সংক্রান্ত সংবাদ দেখে কবর সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

রুবেলের কবর স্থায়ী করার নির্দেশ দিলেন মেয়র আতিকুল ইসলাম

মেয়র আতিকুল ইসলাম এ মুহূর্তে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় রয়েছেন। সেখান থেকেই তাঁর বার্তা, ‘মোশাররফ হোসেন রুবেল নিজের জন্য খেলেননি, দেশের জন্য খেলেছেন। তাঁর অবদান দেশের মানুষকে গর্বিত করেছে। সে কারণে তাঁর কবরটি স্থায়ীভাবে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব বলে মনে করছি।’

মোশাররফের স্ত্রী ও শিশুসন্তানের বিষয়টি মানবিক বিবেচনায় নিয়ে মেয়র আতিক বলেন, ‘যে মানুষটি বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন, সে মানুষটি চিরবিদায়ের বেলায় এক টুকরো মাটি পাবে না, তা হতে পারে না।’

মোশাররফ দেশের হয়ে পাঁচটি ওয়ানডে খেলেছেন। ২০১৯ সালের মার্চে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ২৪টি কেমোথেরাপির পর তিনি প্রায় সুস্থই হয়ে উঠেছিলেন। তবে গত জানুয়ারিতে তাঁর মস্তিষ্কে আবারও টিউমার ফিরে আসে।