Thank you for trying Sticky AMP!!

শাহরুখ-দীপিকারা এবারও ধরতে পারলেন না কোহলিকে

বিরাট কোহলি। ছবি: টুইটার
>ভারতে বিভিন্ন পণ্যের প্রচারে বিরাট কোহলি এখনো সবচেয়ে বড় ভরসার নাম

ভারতে যে কোনো পণ্যের প্রচারে শাহরুখ খানকে ভরসা মানে বড় বড় সব ব্র্যান্ড। দেশটির সবচেয়ে বড় ব্র্যান্ডও ছিলেন বলিউডের এই তারকা। ছিলেন—কথাটা বলতে হচ্ছে কারণ গত বছরই শাহরুখকে টপকে ভারতের সেরা ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের সেই রাজপাট অক্ষত থাকল এবারও। বিভিন্ন পণ্যের প্রচারে ভারতের এক নম্বর সেলিব্রেটি ব্র্যান্ড এখনো সেই কোহলিই।

‘ভারতের সবচেয়ে শক্তিশালি সেলিব্রেটি ব্র্যান্ড’-এর চতুর্থ সংস্করণে (২০১৮) আবারও শীর্ষস্থান দখল করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। তালিকাটি প্রস্তুত করেছে নিউইয়র্কের আর্থিক উপদেষ্টা প্রতিষ্ঠান ‘ডাফ অ্যান্ড ফেল্পস’। ২০জনের এই তালিকায় আনুমানিক ১৭১ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন কোহলি। গত বছরের চেয়ে এবার তাঁর ব্র্যান্ড মূল্য ১৮ শতাংশ বেড়েছে।

গত বছর কোহলির পেছনে থাকা শাহরুখ এবার নেমে গেছেন পাঁচে। তাঁর ব্র্যান্ড মূল্য ৬১ মিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এবার ৪৩ শতাংশ ব্র্যান্ড মূল্য কমেছে শাহরুখের। ১০৩ মিলিয়ন ডলারের ব্র্যান্ড মূল্য নিয়ে দুইয়ে উঠে এসেছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। এরপর যথাক্রমে দুই বলিউড তারকা—অক্ষয় কুমার (৬৭ মিলিয়ন ডলার) ও রণবীর সিং (৬৩ মিলিয়ন ডলার)।

মজার ব্যাপার, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পাঁচ বছর পরও নামি–দামি ব্র্যান্ডগুলোর ভরসার নাম শচীন টেন্ডুলকার। দিন দিন তাঁর ব্র্যান্ড মূল্য বাড়ছে বলেই জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। ২০১৮ সালে টেন্ডুলকারের ব্র্যান্ড মূল্য ২২ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ এই রান সংগ্রাহক এখন ১২টি পণ্যের এনডোর্স করছেন।