Thank you for trying Sticky AMP!!

শেহজাদ খেপেছেন যে কারণে...

‘টাই’ খুশি করতে পারেনি মোহাম্মদ শেহজাদকে। ছবি: এএফপি
>

৬ ঘণ্টা খেলা শেষেও জয়-পরাজয় নিষ্পত্তি না হওয়ায় ‘খেপেছেন’ মোহাম্মদ শেহজাদ

আফগানিস্তান ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ বুঝি এমনই। একধরনের সারল্য মিশে রয়েছে তাঁর সবকিছুতেই। ব্যাটিংটাও তাঁর খুব সহজ-সরল—খারাপ বল পেলেই মেরে দাও। কাল ভারতের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি পেলেন, কিন্তু ম্যাচটাও হারেনি আফগানরা। কিন্তু ম্যাচ শেষে সেই শেহজাদই হাজির তাঁর মনের সব সরলতা নিয়ে। তাঁর অভিযোগ, ৬ ঘণ্টা তীব্র গরমের মধ্যে খেলে ম্যাচে যদি কোনো ফল না আসে, তাহলে কি ভালো লাগে?’

ক্রিকেটীয় বিচার-বিশ্লেষণ নয়। একেবারে মনে যা এসেছে, সেটিই ঝেড়ে দিয়েছেন শেহজাদ। তাঁর ব্যাটিংয়ের ঢঙেই। কিন্তু তাতে কিন্তু গূঢ় সত্যটা কিন্তু বেরিয়ে এসেছে। টাই ম্যাচে সুপার ওভার হলো না বলেই কি শেহজাদের ক্ষোভ?

অতশত ব্যাখ্যা-বিশ্লেষণে তিনি যাননি। ম্যাচটা ‘নিষ্পত্তি’ হলো না বলেই নিজের অসন্তুষ্টি জানিয়েছেন তিনি, ‘প্রকৃতপক্ষে আমি ফলাফল নিয়ে খুশি নই। গরম আবহাওয়ায় ছয় ঘণ্টা খেলার পরেও জয়-পরাজয় নিষ্পত্তি না হওয়াটা ন্যায্য নয়।’

তবে নিজের ইনিংসটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। তিনি ‘খুশি’ কারণ তিনি মারতে চেয়েছিলেন এবং ভারতীয় বোলারদের তিনি ‘মেরেছেন’ ভালোভাবেই, ‘আমি আজকে (গতকাল) সব বল মারতে চেয়েছিলাম। কারণ, আগামীকাল (আজ) আমরা চলে যাচ্ছি। তাই বল দেখেছি আর মেরেছি। এশিয়ার ভালো কিছু দলের বিপক্ষে খেলতে পেরে গর্বিত মনে হচ্ছে। আমার ইনিংসের জন্য আমি খুশি। আমার কাছে প্রধান বিষয় হলো ব্যাট হাতে পারফর্ম করা।’

কেবল ব্যাট হাতে সেঞ্চুরিই নয়, দারুণ একটা রেকর্ডও করে ফেলেছেন তিনি। আফগানিস্তানের স্কোর যখন ৫২, শেহজাদের ব্যক্তিগত রানই ৪৫! শেহজাদ যখন সেঞ্চুরি করেছেন. আফগানিস্তানের রান তখন ৪ উইকেটে ১৩১। আর এতেই রেকর্ড বইয়ে নাম উঠে গেছে তাঁর। ২০০৫ সালে কানপুরে ভারতের বিপক্ষেই শহীদ আফ্রিদি যখন সেঞ্চুরি করেন, তখন পাকিস্তানের স্কোর ছিল ১৩১। দলের মোট রান সবচেয়ে কম থাকা অবস্থায় সেঞ্চুরি করে শেহজাদ ভেঙেছেন আফ্রিদির রেকর্ড।