সবার ওপরে আবাহনী

আরও একটা উইকেট—বোলার সাকলাইন সজীবকে নিয়ে আবাহনীর খেলোয়াড়দের উদ্‌যাপনটা রূপ নিল ‘রেলগাড়ি’তে। কাল ফতুল্লা স্টেডিয়ামে l প্রথম আলো
আরও একটা উইকেট—বোলার সাকলাইন সজীবকে নিয়ে আবাহনীর খেলোয়াড়দের উদ্‌যাপনটা রূপ নিল ‘রেলগাড়ি’তে। কাল ফতুল্লা স্টেডিয়ামে l প্রথম আলো

দুই দলেরই সুপার লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে আরও আগে। শীর্ষ ছয়ে কারা শীর্ষে থেকে ওঠে, জানার ছিল সেটাই। ফতুল্লায় অল্প রানের ম্যাচে কাল নিষ্পত্তি হলো সেটিরও। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রাইম ব্যাংককে ৩৩ রানে হারিয়ে লিগ পর্বে সবার ওপরের দল আবাহনী। ১১ ম্যাচে দুই দলের পয়েন্টই ১৮ করে হলেও আবাহনী এগিয়ে গেছে কালকের

সংক্ষিপ্ত স্কোর

সম্মুখসমরে জিতে।
সুপার লিগের বাকি চার দল কলাবাগান ক্রিকেট একাডেমি, প্রাইম দোলেশ্বর, লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান। লিগ পর্বের শেষ ম্যাচে বিকেএসপিতে কাল ভিক্টোরিয়ার কাছে ৪৮ রানে হারলেও সেটা বাধা হতে পারেনি কলাবাগান ক্রিকেট একাডেমির শেষ ছয়ের পথে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়া অন্য ম্যাচে ওল্ড ডিওএইচএসকে ৯৩ রানে হারিয়েছে ব্রাদার্স। লিগ পর্বের সব ম্যাচে হারা ওল্ড ডিওএইচএসের প্রথম বিভাগে নেমে যাওয়া একরকম নিশ্চিতই। তবে কলাবাগান ক্রীড়াচক্র এবং পারটেক্সের সঙ্গে ১৮ ডিসেম্বর থেকে শুরু রেলিগেশন লিগে খেলবে তারাও। সুপার লিগ শুরু হওয়ার কথা ২২ ডিসেম্বর থেকে।

পয়েন্ট তালিকা

কুয়াশার কারণে ফতুল্লার ম্যাচটির দৈর্ঘ্য নেমে এসেছিল ৪৩ ওভারে। আবাহনীর ইনিংস সেই ৪৩ ওভারও টিকল না। ১৬৯ রানে অলআউট হয়ে গেল ৪১.১ ওভারেই। ওপেনার আবদুল মজিদের ৫৮ রান ছাড়া বলার মতো রান নেই কারোরই। কিন্তু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব যে ওই রানের সামনেই মুখ থুবড়ে পড়বে, সেটা কে জানত! ৩৯.২ ওভারে ১৩৬ রানেই তারা অলআউট। আবাহনীর বোলাররা ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন সম্মিলিতভাবে। সাকলাইন সজীব ও আল-আমিন ৩টি করে উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট পেয়েছেন শুভাশিস রায় আর নাজমুল অপু।
কুয়াশার কারণে পুরো ৫০ ওভারের ম্যাচ হতে পারেনি বিকেএসপিতেও। ৪৭ ওভারের ম্যাচে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভিক্টোরিয়া। ৮১ রানের মধ্যেই বিদায় তিন ব্যাটসম্যানের। চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুব (৫৪) ও নাদিফ চৌধুরীর (৪১) ৭৩ রানের জুটিতে সে বিপর্যয় কাটিয়ে ওঠে ভিক্টোরিয়া। এরপর ষষ্ঠ উইকেটে ধীমান ঘোষ (২৮) ও এনামুল হকের (৪৪*) ৬৩ রানের আরেকটি জুটিতে হয়ে যায় লড়াইয়ের পুঁজি, যেটির সামনে কলাবাগান ক্রিকেট একাডেমি অলআউট হয়ে গেছে ১৮৯ রানেই।
পুরো লিগেই হারতে থাকা ওল্ড ডিওএইচএস শেষ ম্যাচেও পারেনি মাথা তুলে দাঁড়াতে। ব্রাদার্সের ১৯৫ রানের জবাবে ৩৬.৩ ওভার পর্যন্ত খেলে তারা করতে পেরেছে মাত্র ১০২ রান। সেরা বোলারদের তালিকায় আগেই শীর্ষে ছিলেন ব্রাদার্সের বাঁহাতি স্পিনার আসিফ হোসেন। কাল আরও দুটি উইকেট পেয়ে লিগ পর্বে ১১ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ২৭।