Thank you for trying Sticky AMP!!

সাকিবদের প্রস্তুতি ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

দেরাদুনে অনিশ্চয়তায় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। ফাইল ছবি
>দেরাদুনে আজ প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির বাধায় ম্যাচটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিকেল সাড়ে ৪টায়ও ৩৬ ডিগ্রি তাপমাত্রা। তখন কে জানত আবহাওয়া আসল খেলটা দেখাবে সন্ধ্যার পর!

দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় রাত ৮টায়। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবহাওয়ার যা অবস্থা, তাতে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে ধরে নেওয়াই ভালো। সন্ধ্যায় ঝোড়ো হাওয়ার পর এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে দেরাদুনে। পিচ কাভারে ঢাকা। আউটফিল্ডে থই থই পানি।

দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘এ অবস্থায় খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। খেলা না হলে আমাদের জন্য একটু সমস্যাই হবে। ম্যাচ প্র্যাকটিসটা দরকার ছিল।’ তবে আনুষ্ঠানিকভাবে ম্যাচ বাতিল হওয়ার অপেক্ষায় দুই দলই এখনো মাঠে।

রাতে প্রস্তুতি ম্যাচ থাকলেও বাংলাদেশ আজ বিকেলেও অনুশীলন করেছে। অনুশীলন শেষ করার পরই শুরু হয় ঝড়, এরপর বৃষ্টি।

ওদিকে মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে আজ বিকেলে দেরাদুন পৌঁছেছেন পেসার আবুল হাসান।