Thank you for trying Sticky AMP!!

পাঁচ বছর পর টেস্ট দলে শুভাগত হোম।

সাকিবের জায়গায় পাঁচ বছর পর ডাক পেলেন শুভাগত

শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টেস্টের এই সিরিজে ২১ জনের দল গড়েছেন নির্বাচকেরা। করোনাভাইরাস মহামারির কারণে সাবধানতা হিসেবে শ্রীলঙ্কা কোনো নেট বোলার দেবে না। এ কারণেই অতিরিক্ত কিছু খেলোয়াড় সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম, নুরুল হাসান।
ডাক পেলেন মুকিদুল ইসলাম

চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার হাসান মাহমুদ। আইপিএলের কারণে এই টেস্ট সিরিজে খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। প্রায় পাঁচ বছর পর জাতীয় দলে ডাক পেলেন ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন মুকিদুল ইসলাম, শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম। ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।