Thank you for trying Sticky AMP!!

সাকিব আবার সবার রাজা

বিশ্বকাপে সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ছবি: প্রথম আলো
>আরও একটা ফিফটি করে ফিরেছেন সাকিব আল হাসান। তবে এর আগে ফিরেছেন সিংহাসনে। এই বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক আবার সাকিব। সাকিবকে সাক্ষী রেখেই গত ম্যাচে সবার ওপরে উঠে যান ডেভিড ওয়ার্নার। নিজের ইনিংসে সাকিব বেশ ভালোমতোই তাড়া করছিলেন ওয়ার্নারকে। কিন্তু ২২ রান দূরত্বে থেকে ফেরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটায়। আজ ৫১ রান করেছেন। একবার রিভিউ নিয়ে বেঁচে গেছেন। তার আগেই অবশ্য রানের মুকুটটা ফিরে পেয়েছেন। তৃতীয় ফিফটিটাকে তৃতীয় সেঞ্চুরিতে নিয়ে যেতে পারেননি। তবে চার বিশ্বকাপ মিলিয়ে হাজার রান পূর্ণ করে ফেলেছেন। সাকিবের আগে বিশ্বকাপে ১ হাজার রান পূর্ণ করেছেন ১৮ জন। আজকের ৮৩ রানের ইনিংসটি দিয়ে নয় থেকে মুশফিক উঠে এসেছেন ছয়ে।  

এই বিশ্বকাপে সর্বোচ্চ রান

ব্যাটসম্যান

ম্যাচ

রান

গড়

স্ট্রাইক

১০০/৫০

সাকিব আল হাসান

৬*

৪৭৬

৯৫.২০

৯৯.১৬

২/৩

ডেভিড ওয়ার্নার

৪৪৭

৮৯.৪০

৮৭.৩০

২/২

জো রুট

৪২৪

৮৪.৮০

৯২.৭৭

২/৩

অ্যারন ফিঞ্চ

৩৯৬

৬৬.০০

১০৯.৬৯

১/৩

কেন উইলিয়ামসন

৩৭৩

১৮৬.৫০

৮০.৫৬

২/১

মুশফিকুর রহিম

৬*

৩২৭

৬৫.৪০

৯২.৩৭

১/২

রোহিত শর্মা

৩২০

১০৬.৬৬

৯৪.৯৫

২/১

এউইন মরগান

২৭০

৫৪.০০

১২৪.৪২

১/১

বিরাট কোহলি

২৪৪

৬১.০০

১০২.০৯

০/৩

স্টিভ স্মিথ

২৪৪

৪০.৬৬

৮৯.০৫

০/৩