Thank you for trying Sticky AMP!!

হার্দিক-রাহুলের সঙ্গে স্ত্রীকে এক বাসে চড়তে দেবেন না হরভজন!

পান্ডিয়া-রাহুল বিতর্কে মুখ খুলেছেন হরভজন (ছবি - রয়টার্স)
>‘কফি উইথ করণ’ টিভি অনুষ্ঠানে দুই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের নারীবিরোধী অশালীন মন্তব্যের পরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ভারতে, ক্রিকেট-বিশ্বে। চলমান বিতর্কে এবার মুখ খুললেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।

ভারতের ক্রিকেটাঙ্গনে ঝড় তুলেছেন দুই তরুণ তারকা হার্দিক পান্ডিয়া আর লোকেশ রাহুল। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এর এক পর্বে হালকা মেজাজে নারীদের হেয় করে কিছু কথা বলেছিলেন, ফলে এখন তার মাশুল দিচ্ছেন এই দুজন। চলমান বিতর্কের সর্বশেষ সংযোজন হিসেবে এবার সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং তোপ দেগেছেন এই দুই তারকার দিকে। বলেছেন, পান্ডিয়া-রাহুল থাকলে সেই টিম বাসে নিজের স্ত্রী-কন্যাকে চাপতে দেবেন না তিনি।

নারীদের প্রতি অশালীন বক্তব্য করাটাকে ভালোভাবে নেননি হরভজন, ‘রাহুল এবং পান্ডিয়া থাকলে টিম বাসে আমি ওঁদের সঙ্গে আমার স্ত্রী এবং কন্যাকে যেতে দেব না। কি মনে করবে তাঁরা? মহিলাদের দিকে তারা যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, যেটা পুরোপুরি ভুল।’ রাহুল আর পান্ডিয়ার কথা শুনে এখন সবাই ভাববে, ভারতের হয়ে যারা খেলে, সবার দৃষ্টিভঙ্গিই একই রকম, এমন শঙ্কাই করছেন ‘ভাজ্জি’, ‘এই ধরনের কথাবার্তা তো আমরা আমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও আলোচনা করতে পারি না। আর ওঁরা? এসব কথা নির্দ্বিধায় টেলিভিশনে বলে ফেলল! এখন সবাই ভাববে, ওরা ও রকম হলে হরভজন, কুম্বলে বা শচীন টেন্ডুলকাররাও হয়তো এ রকমই ছিল।’

এদিকে এই ঘটনার জের ধরে দুই তরুণ তারকার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকার ইঙ্গিত দিয়েছে বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলিয়েই দেশে ফিরিয়ে আনা হয়েছে গুরুত্বপূর্ণ এই দুই ক্রিকেটারকে। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হরভজন, ‘বিসিসিআই একদম ঠিক বিচার করেছে। এটা হওয়ারই কথা ছিল। বোর্ডের এই সিদ্ধান্তে আমি একটুও আশ্চর্য হইনি।’

ওদিকে দলের অধিনায়ক বিরাট কোহলিও সমর্থন দিয়েছেন বোর্ডকে। সিডনিতে কোহলি বলেন, ‘আমরা, ভারতীয় ক্রিকেট দল এই দৃষ্টিভঙ্গি সমর্থন করি না। ভারতীয় ক্রিকেট দলের দায়িত্বশীল ক্রিকেটার হিসেবে এটুকু বলতে পারি আমরা এসব মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করি না এবং এটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত।’ কোহলি আরও বলেন, ‘আমরা এখনো সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আপাতত এটুকু নিশ্চিত করছি, ড্রেসিং রুমে এই মন্তব্যের কোনো প্রভাব পড়বে না। দলের মধ্যে যে উদ্দীপনা আমরা তৈরি করেছি তা আগের মতোই থাকবে। আগেই বলেছি, এটি একেবারেই ব্যক্তিগত মতামত এবং তা ঠিক নয়।’