Thank you for trying Sticky AMP!!

হার দিয়ে সিপিএল শুরু লিটনের

সিপিএল অভিষেক ভালো হলো না লিটনের। ফাইল ছবি

বাংলাদেশের সমর্থকদের কাছে জ্যামাইকা তালাওয়াস দলটি এত দিন ছিল সাকিবের দল। এবার দল বদলেছে সাকিবের। বার্বাডোজ ট্রাইটেন্ডসে গিয়েছেন সাকিব আল হাসান। প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বিজয়ীদের অবশ্য সমর্থকে এতে ঘাটতি পড়েনি। কারণ এবার তাদের দলে ঢুকেছেন আরেক বাংলাদেশি। প্রথমবারের মতো সিপিএল খেলতে গেছেন লিটন দাস। অভিষেকটা অবশ্য মনমতো হয়নি তাঁর। প্রথম ম্যাচেই দলকে হারতে দেখেছেন লিটন।

প্রথমে ব্যাট করে গেইল, ডোয়াইন স্মিথ সমৃদ্ধ জ্যামাইকা ৭ উইকেটে ১৬৫ রান তুলেছিল। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে কাল ১ চারে ২১ বলে ২১ রান করেছেন লিটন। তাঁর আগে ইনিংস উদ্বোধন করতে নেমে ১১ বলে ২৩ রান তুলেছিলেন গ্লেন ফিলিপস। অন্য প্রান্তে অবশ্য স্বভাববিরুদ্ধ ব্যাটিং করেছেন ক্রিস গেইল। ৩০ বলে ২৯ রান করেছেন গেইল। ডোয়াইন স্মিথের ৩৮ বলে ৫৮ রানের ইনিংসে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল জ্যামাইকা। কিন্তু পরপর দুই বলে লিটন ও স্মিথের বিদায়ের পর পথ হারায় জ্যামাইকা।

১৬৬ রানের লক্ষ্যটা মামুলি বানিয়ে ফেলেছিলেন রাহকীম কর্নওয়াল। সবচেয়ে ওজনদার ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট খেলার রেকর্ড গড়া এই অলরাউন্ডার ওপেনিংয়ে নেমে ৪ চার ও ৫ ছক্কায় ২৫ বলে ৫১ রান তুলেছেন। কর্নওয়ালের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৬৬ রান তুলেছে সেন্ট লুসিয়া। সপ্তম ওভারে দলকে ৭৯ রানে রেখে কর্নওয়াল বিদায় নেওয়ার পর রান তোলার গতি অনেক কমে গিয়েছিল দলটির। হার্ডাস ভিলিওন (৩২) ও ড্যারেন স্যামির (১৬*) দুটি ছোট ঝড় ৫ বল থাকতে জয় এনে দিয়েছে স্বাগতিক সেন্ট লুইসকে।