Thank you for trying Sticky AMP!!

'অত্যাচারিতদের পাশেই আছি' - সতীর্থের সমর্থনে আমলা

এনগিডির পাশে দাঁড়িয়েছেন হাশিম আমলা। ছবি: এএফপি

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড ঘিরে বিশ্বজুড়ে প্রতিবাদ চলছেই। কিন্তু ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পক্ষে সরব হয়ে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। বোটা ডিপেনার, প্যাট সিমকক্সের মতো সাবেক ক্রিকেটাররা রীতিমতো তাঁর এই আন্দোলন নিয়ে হাজারো প্রশ্ন শুরু করেছেন। কিন্তু এনগিডির পাশে এসে দাঁড়িয়েছেন সতীর্থ হাশিম আমলা।

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এনগিডি কিছুদিন আগেই বলেছিলেন, ‘জাতি হিসেবে আমাদের বর্ণবৈষম্যের ইতিহাস রয়েছে। তাই অন্য দেশগুলোর মতো দল হিসেবে আমাদেরও এর প্রতিবাদ করা উচিত।’ দক্ষিণ আফ্রিকায় সাদা-কালোর বৈষম্য এখনো রয়ে গেছে, এনগিডির এমন মন্তব্যে সমর্থন করে এক বিবৃতিতে সই করেছেন সাবেক ও বর্তমান ৩১ জন ক্রিকেটার।

এই তালিকায় অবশ্য হাশিম আমলার নাম নেই। কিন্তু ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তাঁর ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘সাদাদের চেয়ে কালো অথবা কালোদের চেয়ে সাদা শ্রেষ্ঠ কিংবা এক জাতির চেয়ে অন্য জাতি ভালো এটা শুধুই একটা ভ্রান্ত ধারণা। এ ছাড়া কিছুই না।’

অন্যরা যখন চুপ করে আছে তখন এনগিডি একাই এমন একটা সাহসী উদ্যোগ নিয়েছেন বলে প্রশংসা ঝরল আমলার কণ্ঠে, ‘আমিসহ আমাদের অনেকেই এই ভ্রান্তির কুফল ভোগ করেছেন, আমাদের অনেকেরই (বর্ণবাদ নিয়ে) অনেক ভয়ংকর গল্প আছে। তবে লুঙ্গি এনগিডির মতো ব্যতিক্রমী তরুণেরা আমাদের সবার হয়ে এই প্রশংসার কাজ করছে। ভাই তোমাকে ধন্যবাদ। গোপনে এবং প্রকাশ্যে যাঁরা এটার জন্য লড়ে যাচ্ছে সবাইকেই ধন্যবাদ।’

সারা বিশ্বের সকল নিপীড়িত মানুষের পক্ষেই আমলা, ‘এই দেশে, বিশ্বের সবখানে নিপীড়িত অনেক মানুষ আছেন। ক্রিকেটেও আছেন। এদের মধ্যে কালো চামড়ার মানুষেরাই বেশি খারাপ অবস্থায় আছেন। সবার জন্য ন্যায়বিচারই সত্যিকারের ন্যায়বিচার যা শান্তি বয়ে আনবে। এর অন্যথা যে কোনো কিছুই বিভ্রান্তিকর। সকল অত্যাচারিতের সঙ্গেই আছি আমি। আর আরেকবার বলছি, আমি (আন্দোলনে) এনগিডির পাশেই দাঁড়াচ্ছি।’

বিশ্বের বিভিন্ন খেলায় বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ দেখে খুশি এনগিডি। হাঁটু গেড়ে বসে, জার্সিতে ব্ল্যাক লাইভস ম্যাটার লিখে ও ব্ল্যাক পাওয়ার স্যালুট দিয়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে নিজেদের সমর্থন দিয়ে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের মানুষেরা। এই যেমন গত সপ্তাহে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরুর আগে দুই দলই বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ম্যাচে হোল্ডারদের টি শার্টে লেখা ছিল ব্ল্যাক লাইভস ম্যাটারের স্লোগান। এসব দেখে উচ্ছ্বসিত এনগিডি, ‘সব খেলার দিক থেকে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন দিতে দেখতে ভালো লাগে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের দেখেছি, হাতে কালো গ্লাভস পরা।’ ইংলিশ প্রিমিয়ার লিগেও এসব ম্যাচের আগে হাঁটু গেড়ে প্রতিবাদ জানাচ্ছেন খেলোয়াড়েরা। এগুলো এনগিডিকে এই আন্দোলন নিয়ে কাজ করতে আরও অনুপ্রেরণা জোগাচ্ছে, ‘এসব দেখে আবেগী হয়ে পড়ি। খুবই কঠিন একটা বছর এটা। শেষ পর্যন্ত মানুষ এসব নিয়ে কথা বলছে। ক্রিকেট বিশ্বকে এগিয়ে আসতে দেখাও আমার কাছে অনেক বড় কিছু। এটা আসলেই অনুপ্রেরণাদায়ী।’