
বিরাট কোহলি রেকর্ড গড়েন বাইশ গজে। ব্যাট হাতে গড়া একের পর এক রেকর্ড তাঁকে এনে দিয়েছে ঈর্ষণীয় জনপ্রিয়তা। তাতে ক্রিকেটের বাইরেও একটি রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। সেটি এক অর্থে জনপ্রিয়তার রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা এখন ৫০ মিলিয়ন মানে ৫ কোটি।
একে তো দুর্দান্ত ক্রিকেটার, সঙ্গে দেশের অধিনায়ক এবং ব্যক্তিগত জীবনে তাঁর জীবনসঙ্গীও আরেক অঙ্গনের তারকা—বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সব মিলিয়ে আদর্শ তারকা দম্পতি আরকি। খুব স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকার কথা কোহলির। ইনস্টাগ্রামে এ পর্যন্ত ৯৩০টি পোস্ট করেছেন তিনি। তবে ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যা হিসেবে জনপ্রিয়তায় ক্রিস্টিয়ানো রোনালদোর ধারে-কাছেও নেই কোহলি। ২০ কোটি অনুসারীসংখ্যা রোনালদো, যা ইনস্টাগ্রামে সর্বোচ্চ।
বলিউডের অনেক বাঘা বাঘা তারকাও কিন্তু ইনস্টাগ্রামে অনুসারীসংখ্যায় কোহলির পেছনে। প্রিয়াঙ্কা চোপড়ার অনুসারীসংখ্যা ৪৯.৯ মিলিয়ন বা ৪ কোটি ৯৯ লাখ। দীপিকা পাড়ুকোনের অনুসারীসংখ্যা ৪ কোটি ৪১ লাখ।
সামাজিক যোগাযোগমাধ্যমে শক্ত অবস্থান থাকলেও আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভিত নরম হয়েছে কোহলি। ব্যাটসম্যানদের হালনাগাদ র্যাঙ্কিংয়ে দশে নেমে গেছেন তিনি।