মিরাজের হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে
মিরাজের হাতে সম্মাননা তুলে দেওয়া হচ্ছে

এক নম্বর হতে পারলে আরও ভালো লাগবে মিরাজের

সাকিব আল হাসান লম্বা সময় ছিলেন এক নম্বর অলরাউন্ডার। সাকিব ছাড়া বাংলাদেশের অন্য কেউ এমন কীর্তির কাছাকাছিও যেতে পারেননি। তবে এবার শীর্ষে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছেন মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করার পরই মূলত শীর্ষ স্থান দখলের আলোচনায় মিরাজ। এর মধ্যে প্রথমবারের মতো আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের দুইয়েও উঠে এসেছেন তিনি।

মিরাজের সামনে এখন আছেন শুধু ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, তাঁর রেটিং পয়েন্ট ৪০০, মিরাজের ৩২৭। আজ মিরপুরের একাডেমি মাঠের সামনে টেস্টে ২০০ উইকেট আর ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন।

সম্মাননা হাতে নিজের অনুভূতি জানিয়ে মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। (অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে) এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে।’

মেহেদী হাসান মিরাজ এখন টেস্টে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার

৫৩ টেস্টে মিরাজ করেছেন ২ হাজার রান এবং পূর্ণ করেছেন দুই শ উইকেটের ডাবল। এখনো তাঁর বয়স কেবলই ২৭। লম্বা ক্যারিয়ার অপেক্ষা করছে সামনে। কোথায় গিয়ে থামতে চান মিরাজ—জানতে চাইলে এই অলরাউন্ডার বলেছেন, ‘লক্ষ্য তো অবশ্যই অনেক ওপরে যাওয়ার। দিন শেষে অনেক লম্বা পথ যেতে হবে। ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে। তবে ওইভাবে অনেক বড় (৪০০ উইকেট, ৫ হাজার রান) চিন্তা করছি না। ছোট ছোট লক্ষ্য সামনে রেখে এগোনোর চেষ্টা করছি।’

টেস্টে মিরাজের উইকেট এখন ২০৫টি। এই সংস্করণে তাঁর চেয়ে বেশি উইকেট আছে আরও দুই বাংলাদেশির। ৭১ ম্যাচে ২৪৬ উইকেট নিয়ে সবার ওপরে সাকিব, তাঁর পরে আছেন ৫৩ ম্যাচে ২২৮ উইকেট নেওয়া তাইজুল।

মিরাজ কি তাঁদের ছাড়িয়ে যেতে চান? উত্তরে বললেন, ‘এ রকম মাইলফলক (টেস্টে দেশের সর্বোচ্চ উইকেট) হলে তো অবশ্যই ভালো লাগবে। বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে, যেকোনো সংস্করণই হোক, ভালো লাগার বিষয়। আসলে শর্টকাটের কিছু নেই। লম্বা পথ যেতে হবে। সেটাই চেষ্টা করছি।’