
দ্রুততম সেঞ্চুরির তালিকায় টিম ডেভিডকে ওপরের দিকে খুঁজে পাওয়াই মুশকিল। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে তৃতীয় ম্যাচে ডেভিড আজ মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করেছেন। এরপরও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তিনি শীর্ষ দশেও নেই!
ডেভিডের অবস্থান ১২তম। তবে এর মধ্যে একটা ‘প্যাঁচ’ আছে। এটি টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তবে এই তালিকায় সহযোগী দেশগুলোর একটা দাপট আছে। দ্রুততম সেঞ্চুরির তালিকাতেও সেই দাপট স্পষ্ট।
পরিসংখ্যান বলছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিটি এস্তোনিয়ার ব্যাটসম্যান সাহিল চৌহানের। গত বছর মাত্র ২৭ বলে সাইপ্রাসের বিপক্ষে সেঞ্চুরি করেন। পরের দুটো নামও সহযোগী সদস্যদেশের ক্রিকেটারদের। গত ১২ জুলাই তুরস্কের মোহাম্মদ ফাহাদ বুলগেরিয়ার বিপক্ষে মাত্র ২৯ বলে সেঞ্চুরি করেন। তৃতীয় স্থানে নামিবিয়ার ইয়ান নিকোল লফটি-ইটন। গত বছর ফেব্রুয়ারিতে ইটন ৩৩ বলে সেঞ্চুরি করেন নেপালের বিপক্ষে।
এই তালিকায় চতুর্থ নামটি আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত—সিকান্দার রাজা। গত বছর অক্টোবরে গাম্বিয়ার বিপক্ষে রাজার সেঞ্চুরিও ৩৩ বলে। তালিকায় পঞ্চম নেপালের কুশল মাল্লা। ২০২৩ সালের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন ৩৪ বলে।
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে দ্রুততম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন মিলার। রোহিত শর্মাও সেঞ্চুরি করেছেন ৩৫ বলে, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।