Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম টেস্টে হারের পর অধিনায়ক নাজমুল হোসেন এবং সাকিব আল হাসান

‘অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই...’

প্রশ্নগুলো সামলানোর মানসিক প্রস্তুতি নিয়েই হয়তো সংবাদ সম্মেলনে এসেছিলেন নাজমুল হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের কারণ খুঁজতে সবার আগে আসবে ফিল্ডিং ও ক্যাচিংয়ের প্রসঙ্গ। চট্টগ্রাম টেস্টের পর বাংলাদেশ দলের অধিনায়কের সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটাও হলো এ দুটি বিষয়ে।

Also Read: নাজমুল মনে করেন, সমাধান প্রথম শ্রেণির ক্রিকেটেই

নাজমুলও অকপটে উত্তর দিলেন, ‘ফিল্ডিংয়ের বিষয়ে যেটা বলব যে, সবাই যথেষ্ট অনুশীলন করেছে। অনুশীলনে সবাই প্রত্যেকটা ক্যাচও নেয়। কেন হয়েছে তার উত্তর নেই। তবে ফিল্ডিংয়ের প্রস্তুতির কথা যদি বলি, তাহলে বলব সবাই প্রস্তুত ছিল। কিন্তু ক্যাচগুলো আমরা নিতে পারিনি।’

ব্যাটিংয়ের ক্ষেত্রে নিজেদের ব্যর্থতার দায় মাথা পেতে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর দাবি, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি ব্যাটসম্যানরা, ‘পুরো সিরিজে আমরা ভালো ব্যাটিং করিনি। অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। অনেক কথা বলা যেতে পারে। কিন্তু দল হিসেবে আমরা দুই ম্যাচের চার ইনিংসে ভালো ব্যাটিং করিনি।’

চট্টগ্রাম টেস্টেও ফিল্ডিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ

দলের এমন পারফরম্যান্স স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা অনুশোচনায় আছেন। নাজমুলও বললেন, ‘দল খারাপ করার পরে খারাপ লাগাটা কাজ করে এবং কিভাবে এটা আরও ভালো করতে পারে দলের জন্য সেটা সবসময় প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকে।’

Also Read: চট্টগ্রাম টেস্ট: ১৯২ রানে হেরেছে বাংলাদেশ

টেস্ট সিরিজ জুড়ে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের দৃষ্টিকটু শট খেলে আউট হওয়ার ঘটনা বার বার আলোচিত হয়েছে। নাজমুল এক্ষেত্রে টেস্ট দলের অনভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন, ‘একদমই তরুণ দল, বেশ কিছু তরুণ খেলোয়াড় খেলছে এই দলে। খুব বেশি অভিজ্ঞ না। খেলতে খেলতে হয়তো ওই অভ্যাসটা চলে আসবে। এখানে যারা আছে প্রত্যেকের ওই ইচ্ছাটা আছে, আগ্রহ আছে কীভাবে আরও বেটার ক্রিকেটটা খেলতে পারে। আমার মনে হয় আরও সময় গেলে এই দলটা আস্তে আস্তে ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারছে।’

তিন সংস্করণেই মানিয়ে নেওয়া মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশ দলকে

ঘরোয়া ক্রিকেটে টানা সাদা বলের ক্রিকেট খেলে টেস্ট খেলতে আসায় ব্যাটসম্যানদের প্রস্তুতিটা আদর্শ হয়নি। নাজমুল অবশ্য আধুনিক ক্রিকেটের বাস্তবতায় ক্রিকেট সূচিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না, ‘এটা একটা কারণ হতে পারে। কিন্তু এই কথাটা আমি বলতে চাই না। কারণ বর্তমান সময়ে যেরকম খেলা চলছে আমাদের এগুলো মানিয়েই খেলতে হবে। হ্যাঁ, যারা তিন ফরম্যাট খেলে না তাদের হয়তো প্রস্তুতি একটু নেওয়ার সুযোগ থাকে। এখন সামনে যত খেলাই আছে আমাদের এভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এভাবেই আমরা তিন সংস্করণে কিভাবে মানিয়ে নিয়ে খেলতে পারি সেই চিন্তা করে অনুশীলন, প্রস্তুতি নেওয়া উচিত।’

Also Read: মোস্তাফিজের পরের ম্যাচে খেলা নিয়ে শঙ্কা