বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা হয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম
বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা হয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম

বাংলাদেশের বিপক্ষে আমিরাতের সিরিজ জয়ের নায়ক ওয়াসিম এখন আইসিসির মাসসেরার দৌড়ে

গত মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। প্রথম ম্যাচে হারের পরও সিরিজটা ২-১ ব্যবধানে জিতেছে আমিরাত। বাংলাদেশকে চমকে দেওয়া সেই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দলটির অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ৩ ম্যাচে দুই ফিফটিতে ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। দ্বিতীয় ম্যাচে তাঁর ৪২ বলে খেলা ৮২ রানের ইনিংসে ভর করেই ২০৬ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছিল আমিরাত। এই পারফরম্যান্স এবার তাঁকে রেখেছে আইসিসির মাসসেরা হওয়ার দৌড়েও।

মে মাসের মাসসেরা মনোনয়ন পেয়েছেন ওয়াসিম। তাঁর প্রতিদ্বন্দ্বী দুজনও সহযোগী সদস্যদেশের, স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার। এবার মাসের সেরা নির্বাচিত হলে সহযোগী দেশগুলোর প্রথম ক্রিকেটার হিসেবে একাধিকবার এই স্বীকৃতি পাবেন ওয়াসিম।

এর আগে গত বছরের এপ্রিলে প্রথমবার মাসসেরা হয়েছিলেন ওয়াসিম। আমিরাত অধিনায়ক ছাড়া সহযোগী দেশের খেলোয়াড়দের মধ্যে মাসসেরা হয়েছেন শুধু নেপালের সন্দীপ লামিচানে (২০২১ সালের সেপ্টেম্বরে)।

ব্রেন্ডন ম্যাকমুলান

শুধু বাংলাদেশ সিরিজ নয়, এর আগে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টুয়ের পাঁচটি ওয়ানডেতেও রান পেয়েছিলেন ওয়াসিম—মিডল অর্ডারে ব্যাট করে এই ম্যাচগুলোতে ১৬৯ রান করেছেন। পরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে ৫৪ ও ৮২ রান করে আউট হন।

স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলানও অলরাউন্ড পারফরম্যান্স করেছেন আইসিসি লিগ টুয়ে। সব মিলিয়ে মে মাসে ১০টি ওয়ানডে খেলে ২৩৩ রানের সঙ্গে ১০টি উইকেট নিয়েছেন। এর মধ্যে আরব আমিরাতের বিপক্ষে ৮৮ বলে ১০১ রান করে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারও অলরাউন্ড পারফরম্যান্সের কারণে সেরার দৌড়ে আছেন। মে মাসে চার ওয়ানডেতে ব্যাট হাতে ১১৬.৮৬ স্ট্রাইক রেটে ২০১ রানের সঙ্গে ৯টি উইকেটও নিয়েছেন। এর মধ্যে কানাডার বিপক্ষে ৬৭ বলে ১১৫ রানের একটি ইনিংস আছে তাঁর। ওমানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে একই ম্যাচে ফিফটি ও ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এ ছাড়া মে মাসের সেরা হওয়ার দৌড়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ, দক্ষিণ আফ্রিকার ক্লোয়ি ট্রায়োন ও ভারতের জেমিমা রদ্রিগেজ।