Thank you for trying Sticky AMP!!

এক ফ্রেমে ভারতের অধিনায়ক রোহিত ও পাকিস্তানের বাবর আজম

বিশাল ব্যবধানে হারের পর বাবরের কণ্ঠে রোহিতের প্রশংসা

লড়াই হবে পাকিস্তানের পেস বোলিংয়ের সঙ্গে ভারতের ব্যাটিংয়ের—ভারত–পাকিস্তান ম্যাচের আগে এমনটাই বলেছিলেন বেশির ভাগ বিশ্লেষক। কিন্তু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ লড়াইটা আর হলো কই! একপেশে ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত

ব্যাটিং বা বোলিং—দুই বিভাগেই ভারতের চেয়ে স্পষ্ট ব্যবধানে পিছিয়ে ছিল পাকিস্তান। ম্যাচ শেষে হারের কারণ হিসেবে সেটাই বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। একই সঙ্গে তিনি রোহিত শর্মার প্রশংসাও করেছেন।

Also Read: একপেশে লড়াইয়ে পাকিস্তানকে পিষ্ট করে ভারতের ৮-০

পাকিস্তানের বিপক্ষেও বিধ্বংসী ব্যাটিং করেছেন রোহিত

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে বাবর বলেছেন, ‘আমরা ভালো করেছিলাম। আমরা স্বাভাবিক ক্রিকেট খেলা আর জুটি গড়ার পরিকল্পনা করেছিলাম। হঠাৎই ধস নামল এবং আমরা শেষটা ভালো করতে পারিনি। যেভাবে আমরা শুরু করেছিলাম, লক্ষ্য ছিল ২৮০–২৯০ রান করব। কিন্তু ধসের মূল্য দিতে হয়েছে আমাদের। আমাদের সংগ্রহ ভালো ছিল না।’

শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফের সমন্বয়ে গড়া পেস আক্রমণের কাছেও অনেক চাওয়া ছিল অধিনায়ক বাবরের। কিন্তু অধিনায়কের সেই চাওয়া পূরণ করেতে পারেননি তাঁরা। বাবর বলেছেন, ‘নতুন বলে আমাদের বোলিং সামর্থ্য অনুযায়ী হয়নি।’

Also Read: চোটের পর পর্যবেক্ষণে সাকিব

এ জায়গায় এসে বাবর ভারতের অধিনায়ক ও ওপেনার রোহিতকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘রোহিত যেভাবে খেলেছে, অসাধারণ একটা ইনিংস। আমরা উইকেট নিতে চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি।’