
আগের ম্যাচে নেমেছিলেন সাত নম্বরে, বড় ইনিংস না খেলতে পারলেও ১৬ বলে ২৬ রানের ইনিংসটাকে কার্যকরই বলতে হবে। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাকিব আল হাসান নেমেছিলেন চেনা ব্যাটিং পজিশন পাঁচ নম্বরে।
তবে ঢাকা প্রিমিয়ার লিগের এই ম্যাচে ইনিংসটাকে বড় করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে আবারও ব্যর্থ হয়েছেন মেহেদি হাসান মিরাজও। অভিজ্ঞ মাহমুদউল্লাহ ফিফটি পেলেও সাকিব–মিরাজদের মোহামেডান ২০০ রানও পার করতে পারেনি।
নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইমরুল কায়েসের দল। মোহর শেখের বলে দলীয় ১৭ রানেই আউট হন মোহামেডানের অধিনায়ক ইমরুল। আরেক ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ও তিন নম্বরে ক্রিজে আসা সৌম্য সরকারও ফিরেছেন দ্রুতই। মোহামেডানের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন মোহর। মিরাজ ৭ রান করে হয়েছেন রানআউট।
৫৯ রানে ৩ উইকেট হারানো মোহামেডানকে পথ দেখানোর চেষ্টা করেন সাকিব ও মাহমুদউল্লাহ। দুজনে গড়েন ৬০ বলে ৫৩ রানের জুটি। আনিসুল ইসলামের বলে আউট হওয়ার আগে সাকিব করেছেন ৪৫ বলে ৩৭ রান। এরপর ক্রিজে আসা শুভাগত হোম ও আরিফুল হক মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।
মাহমুদউল্লাহ ৬৮ বলে ৫৮ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন। শেষ দিকে জ্যাক লিনটটের ২৮ রানে ১৯০ পর্যন্ত পৌঁছায় মোহামেডান। মোহর ও রাহাতুল ফেরদৌস ৩টি করে উইকেট নিয়েছেন।
৮ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৭। প্রথম পাঁচ ম্যাচে জয়হীন থাকা মোহামেডান জয় পেয়েছিল সর্বশেষ তিন রাউন্ডেই।